2022 KTM RC 390: ভারতে লঞ্চের আগেই ফাঁস নতুন কেটিএম আরসি ৩৯০-এর দাম

Avatar

Published on:

কেটিএম (KTM) প্রেমীদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান যেন ঘটছেই না! KTM RC 390-র নতুন প্রজন্মের মডেলটি আসবো আসবো করেও অবশেষে ফাঁকি দিচ্ছে অসংখ্য অনুরাগীদের। তবে এই অবস্থায় মোটরবাইকটির লঞ্চের ঘোষণা না এলেও, ফাঁস হল দাম। কেটিএম ইন্ডিয়ার ওয়েবসাইটে 2022 KTM RC 390-র মূল্য ২,৭৭,৬৩৫ টাকা (এক্স-শোরুম)‌ বলে উল্লেখ করা হয়েছে। যা বতর্মান মডেলের দামের কাছাকাছি বলা যেতে পারে।

নতুন প্রজন্মের KTM RC 390-এর নতুন ফিচার এবং এবং ডিজাইনের সাথে আসবে। সম্মুখে শোভা বাড়াবে একটি সিঙ্গেল এলইডি এবং একটি বৃহৎ উইন্ডস্ক্রিন। তবে বাজারে উপলব্ধ মডেলটিতে উপস্থিত ডুয়েল প্রোজেক্টার ল্যাম্প। তাই নতুন ও পুরনো মডেল দু’টির মধ্যে যে খুব সহজেই ফারাক বোঝা যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। ১৩.৭ লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক এবং একটি ছোট পিলিয়ন সিটের দেখা মিলবে এতে।

বেশ কিছু আপডেটসহ হাজির হবে KTM RC 390 2022। যার মধ্যে উল্লেখযোগ্য বেসিক-লুকিং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ৩৯০ অ্যাডভেঞ্চার-এর ন্যায় দেখতে কালার টিএফটি ডিসপ্লে। যা ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে। আবার সামনে WP Apex ৩৭ মিমি ইউএসডি ফর্ক এবং পেছনে মোনোশক সাসপেনশন থাকবে। ব্রেকিং সিস্টেমের জন্য সামনে ও পেছনের চাকায় যথাক্রমে ৩২০ মিমি ও ২২০ মিমি ডিস্ক দেখা যাবে। উপরন্তু অধিক সুরক্ষার জন্য কর্নারিং এবিএস দেওয়া হয়েছে।

এছাড়া, আগের মতোই RC 390 2022-তে থাকছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। বাইকটি ইলেকট্রনিক অরেঞ্জ এবং ফ্যাক্টরি রেসিং ব্লু রঙে উপলব্ধ হবে।, ইঞ্জিন এবং গিয়ার বক্স অপরিবর্তিত। ৬-স্পিড গিয়ার বক্স সহ ৩৭৩.২৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনট থেকে ৪২.৯ বিএইচপি শক্তি এবং ৩৭ এনএম টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচ। তবে হালে কেটিএম ক্ল্যাচলেস শিফ্টের জন্য কুইক শিফ্টারের প্রচলন করেছে। আবার রিয়ার এবিএস এবং ট্রাকশন কন্ট্রোল সিস্টেমটি নিষ্ক্রিয় করার জন্য এতে ব্যবস্থা থাকছে।

সঙ্গে থাকুন ➥