Acer ব্যবহারকারীরা সাবধান! সার্ভার থেকে চুরি গেল ৬০ জিবি ডেটা

Avatar

Published on:

আপনি যদি Acer-এর ল্যাপটপ বা অন্য কোনো গ্যাজেট ব্যবহার করেন তাহলে সর্তক হোন। আসলে তাইওয়ানের টেক জায়ান্টটি স্বীকার করেছে যে, তাদের ভারতীয় সার্ভার হ‌্যাক হয়েছে এবং হ্যাকাররা প্রায় ৬০ জিবি ডেটা হাতিয়ে নিয়েছে। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার Acer-এর সার্ভার হ্যাক হওয়ার ঘটনা সামনে এল।

Desorden নামে এক হ্যাকার গোষ্ঠী এই কাজ করেছে বলে স্বীকার করেছে। তারা জানিয়েছে, সাধারণ ও কর্পোরেট কাস্টমারদের তথ্য তারা নিতে পেরেছে। পাশাপাশি কিছু সেন্সিটিভ অ্যাকাউন্টের তথ্য এবং ফিনান্সিয়াল ডেটা চুরি করেছে।

হ্যাকার গোষ্ঠীটি একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে কিছু ফাইল ও ডেটাবেসের সাথে ১০,০০০ ভারতীয়র তথ্য রয়েছে। তারা আরও দাবি করেছে যে, এই ডেটাবেসে ৩,০০০ এর বেশি লগইন আইডি ও পাসওয়ার্ড তারা খুঁজে পেয়েছে।

Acer-এর তরফেও হ্যাকারদের দাবি মেনে নেওয়া হয়েছে। তারা বলেছে, তাদের বিক্রয় পরবর্তী পরিষেবার সিস্টেমটি হ্যাক হয়েছে এবং ৬০ জিবি ডেটা চুরি করতে সক্ষম হয়েছে হ্যাকারারা। ইতিমধ্যেই তারা ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) কে বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥