HomeTech Newsআগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে Amazon Great Freedom Festival Sale, ফোন-টিভি-ওয়াচে ৮০...

আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে Amazon Great Freedom Festival Sale, ফোন-টিভি-ওয়াচে ৮০ শতাংশ ছাড়

অ্যামাজন ভারতের বৃহত্তম অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। Amazon সম্প্রতি Prime Day 2023 সেল আয়োজন করেছিল, কিন্তু আপনি যদি সেই সেলের ডিলগুলি মিস করেন, তবে হতাশ হবেন না। কারণ, Amazon শীঘ্রই গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলের ঘোষণা করেছে।
 
Amazon Great Freedom Festival Sale 2023 এর তারিখ

অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল ৫ দিন চলবে। আগামী ৫ আগস্ট থেকে এই সেল শুরু হবে এবং চলবে ৯ আগস্ট পর্যন্ত। আর আপনি যদি অ্যামাজন প্রাইম মেম্বার হন, তবে আপনার জন্য ১২ ঘন্টা আগে থেকে সেলের দরজা খুলে যাবে। অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল এবং প্রাইম ডে সেলের মধ্যে প্রধান পার্থক্য হল, ইউজারদের এই সেলের সুবিধা নিতে অ্যামাজন প্রাইম মেম্বার হওয়া আবশ্যক নয়।

Amazon Great Freedom Festival Sale 2023 এর ডিসকাউন্ট অফার ও ডিল

অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলের অফার এবং ডিল সম্পর্কে এখনও খুব বেশি কিছু তথ্য সামনে আসেনি। তবে জানা গেছে এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই সেলে অতিরিক্ত ১০% ছাড় পাবেন। এই সেলে ক্রেতারা ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। আবার ৩০ লাখের বেশি পণ্যে ৩০ শতাংশের বেশি ছাড় দেওয়া হবে।

স্মার্টফোন ও অ্যাকসেসরিজের ওপর ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট ঘোষণা করেছে অ্যামাজন। 

ল্যাপটপ ও গেমিং ল্যাপটপে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

স্মার্টওয়াচে ৮০% পর্যন্ত ডিসকাউন্ট।

স্মার্ট টিভিতে ৬০% পর্যন্ত ছাড়।

হেডফোন, স্পিকার এবং কম্পিউটার অ্যাকসেসরিজে ৭৫% পর্যন্ত ছাড় মিলবে। 

ট্যাবলেটে থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।

ফায়ার টিভি এবং কিন্ডল ডিভাইসে ৫৫% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

স্টোরেজ ডিভাইসে থাকছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়।

RELATED ARTICLES

Most Popular