Amazon Quiz 30 July 2021: আজ ২০,০০০ টাকা জেতার দারুন সুযোগ, দেখে নিন প্রশ্ন ও উত্তর

Avatar

Published on:

Amazon Quiz 30 July 2021: অ্যামাজন অ্যাপ কুইজ ২০২১-এর ডেইলি এডিশন ইতিমধ্যেই লাইভ হয়ে গেছে। আজ, ৩০ জুলাই, এই কুইজে অংশগ্রহণকারীদের Amazon Pay ব্যালেন্সে ২০,০০০ টাকা জেতার সুযোগ রয়েছে, তবে তার জন্য কুইজের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। কুইজটিতে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে যেগুলি সাধারণত সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলীর সাথে সম্পর্কিত।

অ্যামাজন কুইজ হল একটি অ্যাপ-ওনলি কুইজ, অর্থাৎ কেবলমাত্র অ্যাপের মাধ্যমেই এই কুইজে অংশগ্রহণ করা যাবে। এটি Android এবং iOS উভয় ব্যবহারকারীদের জন্য অ্যামাজনের মোবাইল অ্যাপে উপলব্ধ। এটি প্রতিদিন সকাল ১২ টায় শুরু হয় এবং রাত ১১:৫৯ পর্যন্ত চলতে থাকে।

আজকের কুইজের ফলাফল ৩১ জুলাই Amazon অ্যাপে ঘোষণা করা হবে। এই কুইজে সাধারণত বিজয়ী হিসেবে একজনকেই নির্বাচিত করা হয়। নীচে আজকের কুইজের পাঁচটি প্রশ্ন ও সেগুলির উত্তর দেওয়া হল, যার সাহায্যে আপনি এই কুইজের পুরস্কার খুব সহজেই জিততে পারবেন।

Amazon Quiz 30 July 2021 এর প্রশ্ন ও উত্তর

১. India’s 2020 Olympic theme song titled ‘Tu thaan le’ has been composed and sung by which renowned playback singer?

উত্তর – Mohit Chauhan

২. The Financial Literacy Textbook for CBSE was curated by which organisation?

উত্তর – NPCI

৩. Which tech behemoth recently bought encrypted messaging app Wickr?

উত্তর – Amazon

৪. These are the headquarters of which International Organisation in New York, USA?

উত্তর – The United Nations

৫. What is a group of these birds called?

উত্তর – Gaggle

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥