Realme-র কোন কোন ফোনে কখন আসছে অ্যান্ড্রয়েড ১১ আপডেট জেনে নিন

Avatar

Published on:

গত বছর সেপ্টেম্বরে ভারতে Narzo 20 সিরিজের লঞ্চ ইভেন্টে রিয়েলমি (Realme) অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনের ওপর থেকে পর্দা তুলেছিল৷ তখন Realme X50 Pro ফ্ল্যাগশিপ ফোনটি সর্বপ্রথম এই আপডেটের আর্লি অ্যাক্সেস পেয়েছিল। এরপর থেকে প্রায় প্রতিমাসে রিয়েলমির ফোনগুলিতে এই নতুন কাস্টম ওএসের আপডেট আসতে থাকে। সম্প্রতি রিয়েলমি, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) কোন কোন ফোন রিয়েলমি ইউআই ২.০ এর আর্লি অ্যাক্সেস পাবে তার একটি রোডম্যাপ প্রকাশ করেছে (Android 11 based Realme UI 2.0 Early Access Roadmap – Q2 2021)। তালিকাটি একনজরে দেখে নেওয়া যাক।

রিয়েলমি ইউআই ২.০ (অ্যান্ড্রয়েড ১১) আর্লি অ্যাক্সেস রোডম্যাপ এপ্রিল -জুন ২০২১

এপ্রিল

  • Realme X7 Pro
  • মে
  • Realme X7
  • Realme C15 Qualcomm edition
  • জুন
  • Realme X
  • Realme XT
  • Realme 3 Pro
  • Realme 5 Pro
  • Realme Narzo 20A

অবগতির জন্য জানিয়ে রাখি, এই রোডম্যাপটি এক্সক্লুসিভলি ভারতের জন্য। এপ্রিল-জুনের মধ্যে উল্লিখিত ফোনগুলি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ এর বিটা ভার্সন পেলেও স্টেবল ভার্সনটি কবে এসে পৌঁছাবে তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। রিপোর্ট অনুসারে এখনও পর্যন্ত শুধুমাত্র রিয়েলমি এক্স৫০ প্রো প্রো ও রিয়েলমি নারজো ২০ ফোন দুটি রিয়েলমি ২.০ এর স্টেবল আপডেট পেয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥