iPhone 13 Pro ফোনে থাকবে অটোফোকাস সাপোর্ট সহ আল্ট্রা ওয়াইড লেন্স, ছবি হবে ঝকঝকে

Avatar

Published on:

Apple এর আসন্ন iPhone 13 সিরিজ নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে। প্রায় প্রতিদিনই আপকামিং আইফোন সিরিজ সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আসছে। গতকাল জানা গিয়েছিল ‘১৩’ কে অশুভ সংখ্যা ভাবায়, Apple, iPhone 13 সিরিজের নাম বদলে iPhone 12s রাখতে পারে। যদিও আজ, জনপ্রিয় অ্যানালিস্ট, মিং চি কুও (Ming Chi Kuo) সেই দাবি উড়িয়ে জানিয়েছেন, অন্য কোনো নাম নয়, আসন্ন iPhone 13 Pro ফোনটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ আসছে, যার সাথে অটোফোকাস (Autofocus) সাপোর্ট থাকবে।

iPhone 13 Pro আসছে অটোফোকাস সাপোর্ট সহ

৯টুগুগল কে দেওয়া একটি সাক্ষাৎকারে মিং চি কুও বলেছেন, এই বছরের iPhone 13 Pro ফোনে থাকবে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ অটোফোকাস সাপোর্ট। উল্লেখ্য গত বছরের আইফোনে ফিক্সড ফোকাস সাপোর্ট ছিল, যা ইউজারকে নির্দিষ্ট কোন অবজেক্টের জন্য ফোকাস পরিবর্তন করতে দিত না।

অন্যভাবে বললে আইফোন ১৩ প্রো ফোনে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ অটোফোকাস সাপোর্ট থাকায়, ভিডিও বা ছবি ক্যাপচারের সময় ইউজার আরও অপশন পাবেন।

অ্যানালিস্ট আরও বলেছেন, iPhone 13 Pro ফোনের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় পাঁচটির বদলে ছটি এলিমেন্ট থাকবে। যা আরও ভালো পিকচার ক্যাপচার করতে বা ভিডিও রেকর্ড করতে দেবে। কুও-র আরও দাবি, এই বছরে কেবল প্রো ভার্সনে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেখা গেলেও, ভবিষ্যতে সমস্ত আইফোন সিরিজে অটোফোকাস সাপোর্ট সহ এই লেন্স থাকতে পারে।

iPhone 13 সিরিজ কখন লঞ্চ হবে

আইফোন ১৩ সিরিজ সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে লঞ্চ হতে পারে। এই সিরিজে iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro, iPhone 13 Pro Max ফোনগুলি বাজারে আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥