বিক্রি হচ্ছে না, iPhone 12 mini -র প্রোডাকশন বন্ধ করল Apple

Avatar

Published on:

মাস তিন-চার আগে শোনা গিয়েছিল যে Apple-এর নতুন আইফোন সিরিজের সবচেয়ে সস্তা সংস্করণ, iPhone 12 mini-র তেমন চাহিদা না থাকার কারণে, এদেশে মডেলটি তৈরি হবে না। এমনকি গ্রাহকমহলে সাড়া না ফেলতে পারার কারণে, আগামী দিনে মার্কিন টেক কোম্পানিটি এটিকে বন্ধ করে দিতে পারে – এমন সম্ভাবনার কথাও সামনে এসেছিল। সেক্ষেত্রে সূত্রের দাবি, সারা বিশ্বে এই ফোনটির উৎপাদন কমিয়ে দেওয়া এবং কিছু ম্যানুফ্যাকচারারকে এটির উৎপাদন বন্ধ রাখতে বলার পর, এখন Apple (অ্যাপল), iPhone 12 mini-র প্রোডাকশন পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

iPhone 12 mini-র বিক্রি বন্ধ হবে?

রিপোর্ট অনুযায়ী, অত্যন্ত কম বিক্রির কারণে আইফোন ১৩ মিনি তেমন মার্কেট শেয়ার পায়নি। এই ত্রৈমাসিকের প্রথম দিকে ফোনটির বিক্রি তলানিতে গিয়ে ঠেকেছে। ফলে কয়েকদিন আগে জেপি মরগান অ্যানালিস্ট, উইলিয়াম ইয়াংয়ের এই ফোন সম্পর্কে করা ভবিষ্যদ্বাণী, বাস্তবের সাথে মিলে গেছে এবং লঞ্চের এক বছর পূর্তির আগেই iPhone 12 mini -র প্রোডাকশন বন্ধ হল।

তবে উৎপাদন বন্ধ হলেই যে এখনই এই ফোনের বিক্রি বন্ধ হয়ে যাবে – এমন নয়! অবগতির জন্য বলে রাখি, অ্যাপলের কাছে বর্তমানে যথেষ্ঠ পরিমাণে আইফোন ১২ মিনি মজুত রয়েছে, যার সাহায্যে তারা বিশ্বজুড়ে বিক্রি চালিয়ে যেতে পারে। তবে স্টক শেষ হওয়ার পর আর এই ফোন মিলবে না। সেক্ষেত্রে আগ্রহীরা চাইলে এখনই এই ফোনটি পকেটস্থ করতে পারেন।

কম চাহিদাই iPhone 12 mini-র এই পরিণতির কারণ

আসলে সাশ্রয়ী আইফোন ১২ মিনি ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি। কনজিউমার ইন্টেলিজেন্স রিসার্চ পার্টনার্স (CIRP) জানিয়েছে, নতুন আইফোনের মধ্যে মিনি মোট ৬%, গত বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বিক্রি হয়েছে। তাই স্বাভাবিকভাবেই এই আইফোনটিকে নিয়ে ব্যবসা করার ইচ্ছে কমেছে অ্যাপলের। এমনকি আইফোন ১২ মিনি-র বিক্রি কম হওয়ার কারণে, সংস্থাটি আসন্ন আইফোন ১৩ মিনি ফোনটিকে নিজের বিপণন পরিকল্পনায় নাও রাখতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥