দুনিয়ার প্রথম ১৮ জিবি র‌্যামের ফোন Asus ROG Phone 5 এর প্রি-অর্ডার শুরু

Avatar

Published on:

আগামী ১০ মার্চ গ্লোবাল মার্কেট সহ ভারতে লঞ্চ হবে Asus ROG Phone 5। এই গেমিং ফোনটি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে আসবে। কয়েকদিন আগেই এই ফোনকে বেঞ্চমার্ক সাইট Geekbench-এ দেখা গিয়েছিল। যেখান থেকে জানা গেছে এই ফোনে ১৮ জিবি পর্যন্ত র‌্যাম থাকবে। লাঞ্চের কয়েকদিন আগে এবার আসুস আরওজি ফোন ৫ এর প্রি-অর্ডার শুরু হল। চীনের ই-কমার্স সাইট JD.com থেকে আসুসের নতুন গেমিং ফোনটির প্রি-অর্ডার করা যাবে।

যদিও ই-কমার্স সাইট থেকে Asus ROG Phone 5 এর দাম বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে গিকবেঞ্চ থেকে জানা গিয়েছিল, এই ফোনের মডেল নম্বর হবে ASUS_I005DB। আবার এর অপারেটিং সিস্টেম থাকবে অ্যান্ড্রয়েড ১১। শুধু তাই নয়, আসুস আরওজি ফোন ৫ হবে প্রথম ফোন যেখানে ১৮ জিবি র‌্যাম থাকবে।

এর আগে আসুস আরওজি ফোন ৩ তে ছিল ১৬ জিবি পর্যন্ত র‌্যাম। এমনকি Galaxy S21 Ultra ফোনটি ১৬ জিবি র‌্যামের সাথে এসোছিল। ফলে সবচেয়ে বেশি র‌্যামের সাথে বাজারে পা রাখবে Asus ROG Phone 5। গিকবেঞ্চে এই ফোনটি সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে ১১১৩ এবং ৩৪৬৮ স্কোর করেছে।

Asus ROG Phone 5 এর অন্যান্য স্পেসিফিকেশন

বিভিন্ন সার্টিফিকেশন সাইট ও টিপস্টারদের থেকে জানা গেছে, আসুস আরওজি ফোন ৫, ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ আসবে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫১২ জিবি স্টোরেজ, ৬,০০০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি, ফাইভ-জি কানেক্টিভিটি, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ও ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥