Bajaj-এর নতুন EV কারখানা প্রস্তুত হচ্ছে, আগামী জুনে তৈরি হয়ে বেরোবে প্রথম ইলেকট্রিক স্কুটার

Avatar

Published on:

৭০-এর দশকে ‘হমারা বজাজ’ প্রচারের মাধ্যমে সাড়া ফেলেছিল স্কুটার ‘চেতক’ (Chetak)৷ পরবর্তীতে বাইকের রমরমায় বাজার থেকে বিদায় নিলেও, ২০২০-এ নতুন রূপে ফিরে আসে সে৷ বৈদ্যুতিক স্কুটারের অবতারে৷ অরিজিনাল চেতক যেখানে তৈরি হত, সেই আকুরদি-তে খুব সম্প্রতি ৩০০ কোটি টাকা বিনিয়োগে একটি ডেডিকেটেড ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি গড়ে তোলার কথা জানিয়েছে বাজাজ (Bajaj)৷

সংস্থার যে সব বৈদ্যুতিক যানবাহন আগামী দিনে বাজারে আসবে, সেগুলি উৎপাদিত হবে আকুরদি’র সেই কারখানায়৷ বাজাজ বলেছে, ২০২২-এর জুনে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি থেকে প্রথম ইলেকট্রিক ভেহিকেল রোলআউট করা হবে৷ সেটি যে চেতক, তা নিঃসন্দেহে বলা যায়৷

প্রসঙ্গত, Chetak-এর আপগ্রেড ভার্সনের সঙ্গে হালে Husqvarna Vektorr ইলেকট্রিক স্কুটারের ট্রায়াল চলতে দেখা গিয়েছে৷ এতএব, বিদেশে প্রথম আত্মপ্রকাশের পর, বাজাজের আকুরদি ফেসিলিটিতে Vektorr এর প্রোডাকশন শীঘ্রই শুরু হবে বলে আশা করা যায়৷ আবার নতুন কারখানায় আগামীতে KTM এর বিদ্যুৎচালিত স্কুটার তৈরি হতে পারে বলেও জল্পনা শোনা যাচ্ছে৷

উল্লেখ্য, বাজাজের আকুরদি প্ল্যান্টটি প্রায় ৫ লক্ষ স্কোয়ার ফিট এলাকা জুড়ে রয়েছে। এখানে ৮০০ জন কর্মী নিয়োগ করা হবে বলে অনুমান করা হচ্ছে৷ বাজাজ (Bajaj)-এর বিবৃতি অনুযায়ী, নতুন কেন্দ্রটিতে রসদ এবং উপাদান পরিচালন, ফেব্রিকেশন, পেন্টিং এবং মানের নিশ্চয়তা পরীক্ষা করার জন্য রাখা হবে কাটিং এজ রোবটিক এবং অটোমেটেড ম্যানুফ্যাকচারিং সিস্টেম।

সঙ্গে থাকুন ➥