৭৬৫ সিসি ইঞ্জিনের সাথে বাজারে এল Triumph Street Triple R

Avatar

Published on:

আজ Triumph Motorcycle ভারতে লঞ্চ করলো BS6 ইঞ্জিন বিশিষ্ট মোটর বাইক Street Triple R৷ বাইকটি দাম শুরু হচ্ছে ৮.৮৪ লক্ষ থেকে (এক্স-শোরুম)৷ এর আগে কোম্পানি এই সিরিজে Triumph Street Triple RS লঞ্চ করেছিল। যেটির দাম ১১.৩৩ লক্ষ টাকা। আসুন নতুন বিএস৬ ট্রায়াম্ফ স্ট্রিট ট্রিপল আর এর বৈশিষ্ট্যগুলি জেনে নিই।

Street Triple R এর পারফরম্যান্স:

এই বাইকটিতে আপনারা পাচ্ছেন ৭৬৫ সিসি ইন লাইন, ৩ সিলিন্ডার এর BS6 ইঞ্জিন৷ এই ইঞ্জিন ৯,৩৫০ আরপিএম এ সর্বোচ্চ ৭৯ ন্যানোমিটার পর্যন্ত টর্ক এবং ১২,০০০ আরপিএম এ সর্বোচ্চ ১১৮ হর্সপাওয়ার পর্যন্ত পাওয়ার জেনারেট করতে পারে। বাইকটিতে থাকছে সিক্স স্পীড গিয়ারবক্স সাথে স্লীপার ক্ল্যাচ৷

Street Triple R এর অন্যান্য স্পেসিফিকেশন:

যেকোনো রাস্তা বা ওয়েদার কন্ডিশানে যাতে বাইকটি চালানোর উপযোগী হয়, সেজন্য বাইকটিতে আছে তিনটি রাইডিং মোড- রোড, রেইন ও স্পোর্ট৷ রেইন মোডে চালানোর সময় এটি বাইকের পিক পাওয়ার ১০০ হর্সপাওয়ারের মধ্যে সীমাবদ্ধ রাখে৷ এছাড়া বাইকটিতে থাকছে কিছু রাইডার সাপোর্ট টেকনোলজিও৷ যেমন ট্রায়াম্ফ শিফট অ্যাসিস্ট আপ ও ডাউন কুইকশিফটার ও ট্রাকশান কনট্রোল৷

স্ট্রিট ট্রিপল আর এর সামনে ৪১ মিমি শোয়া অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন ফর্ক সাসপেনশন এবং পিছনে শোয়া মনোশক দেওয়া হয়েছে। এছাড়াও সামনে ৩১০ মিমি টুইন ডিস্ক এবং পিছনে ২২০ মিমি ডিস্ক ব্রেক রয়েছে। বাইকটি ডুয়াল চ্যানেল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোলের সাথে এসেছে। নতুন এই ট্রায়ম্ফ বাইকের চাকাটি ১৭ ইঞ্চি।

নতুন বাইকটিতে টুইন-এলইডি হেডলাইট, নতুন বডি ওয়ার্ক এবং একটি ফ্লাই স্ক্রিন রয়েছে। এটিতে একটি নতুন সাইলেন্সারও রয়েছে, যা কমপ্যাক্ট। নতুন এই ট্রায়ম্ফ বাইকটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে – শাফায়ার ব্ল্যাক এবং ম্যাট সিলভার আইস। এর রিয়ার সাব-ফ্রেমটি লাল রঙের।

বাইকটি লঞ্চ করার সময় Triumph Motorcycle India- র বিজনেস হেড শোয়েব ফারুক সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন, ” প্রিমিয়াম মিডল ওয়েট সেগমেন্টের বাইকের চাহিদা ভারতে উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে বাজার দখলের লড়াইয়ে আরো বেশী প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে আমাদের৷ আমাদের বিশ্বাস Triple R লঞ্চের মাধ্যমে আমরা বাজারে নিজেদের অবস্থানকে আরো মজবুত করতে সক্ষম হবো”৷

সঙ্গে থাকুন ➥