ফের বাজারে জাঁকিয়ে বসবে BSNL, হাত মেলাল BBNL এর সাথে

Avatar

Published on:

কেন্দ্রীয় সরকারের অনুমতিক্রমে এবার রাষ্ট্রায়ত্ত টেলকো বিএসএনএল (BSNL) -এর সাথে জুড়তে চলেছে ভারত ব্রডব্যান্ড নিগম লিমিটেড বা সংক্ষেপে বিবিএনএল (BBNL)। AIGETOA অর্থাৎ অল ইন্ডিয়া গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেলিকম অফিসার্স অ্যাসোসিয়েশনের সভায় BSNL চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর পি.কে পূর্বার স্বয়ং একথা জানিয়েছেন। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি পিটিআই রিপোর্টেও উপরোক্ত দুই সংস্থার সংযুক্তিকরণের বিষয়টি উঠে এসেছে। এর ফলে ভবিষ্যতে সর্বভারতীয় ক্ষেত্রে ভারত ব্রডব্যান্ড নিগম লিমিটেড রাষ্ট্রায়ত্ত BSNL -এর অধীনে কাজ করবে বলে পি.কে পূর্বার জানান।

BBNL -এর সাথে সংযুক্তিকরণের ফলে উপকৃত হবে BSNL

উল্লেখ্য, ইতিমধ্যেই বিএসএনএল দেশের ৬.৮ লক্ষ কিলোমিটার বিস্তীর্ণ অঞ্চলে উন্নত অপটিক্যাল ফাইবার কেবল (OFC) নেটওয়ার্ক স্থাপনে সমর্থ হয়েছে। আলোচ্য সংযুক্তিকরণের ফলে তারা বিবিএনএলের দ্বারা আরো ৫.৮ লক্ষ কিলেমিটার বিস্তৃত অঞ্চলে স্থাপিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক কাজে লাগানোর সুযোগ পাবে। বর্তমানে দেশের ১.৮৫ লক্ষ গ্রাম পঞ্চায়েত এলাকায় উক্ত নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে।

অবগতির জন্য জানিয়ে রাখা দরকার, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন সরকারের উদ্যোগে বিবিএনএল প্রতিষ্ঠিত হয়। দেশের প্রত্যন্ত প্রান্তে কানেক্টিভিটির সুবিধা পৌঁছে দিতে এই সংস্থা প্রায় ২.৫ লক্ষ গ্রাম পঞ্চায়েত এলাকায় অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের সঙ্কল্প গ্রহণ করে। এক্ষেত্রে সংস্থাটি USOF অর্থাৎ ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড ব্যবহারের অনুমতি পায়। তাছাড়া নিজস্ব অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের জন্য সংস্থাটিকে কখনো রাইট অফ ওয়ে (RoW) সহ অন্যান্য মাশুল পরিশোধ করতে হয়নি, যা তাদের জন্য যথেষ্ট সাশ্রয়ী হয়েছে।

সুতরাং সব দিক বিচার করলে একথা বলা চলে যে উপরে উল্লেখিত সংযুক্তিকরণের ফলে BSNL আগামীদিনে যথেষ্ট লাভবান হতে চলেছে। বর্তমানে রাষ্ট্রায়ত্ত টেলকো ভারতীয় বাজারে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির উপরে নির্ভরশীল নিজস্ব 4G পরিষেবা লঞ্চ করতে প্রস্তুত। এরপর বেসরকারি টেলিকম অপারেটরদের সাথে পাল্লা দেওয়ার জন্য তারা অদূর ভবিষ্যতে নিজস্ব 5G পরিষেবা লঞ্চ করবে বলে ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে BBNL -এর সাথে সংযুক্তিকরণ সংস্থার পক্ষে দ্রুত পরিকল্পনা রূপায়ণের সহায়ক হতে পারে। সর্বোপরি একে কাজে লাগিয়ে BSNL ফাইবার ব্রডব্যান্ড ব্যবসায় নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে পারে বলে মনে করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥