চালু হল Ducati Streetfighter V4 এর প্রি-বুকিং, বাজারে আসছে এপ্রিলের শেষ

Avatar

Published on:

গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছে Ducati Streetfighter V4 শীঘ্রই ভারতে আসছে। যদিও Ducati এর তরফে অফিসিয়ালি বাইকটির লঞ্চ ডেট এখনও জানানো হয়নি। তবে ডিলার সূত্র জানাচ্ছে, এপ্রিলের শেষ দিকে ভারতে Streetfighter V4 নেকেড রোডস্টার বাইকের আগমন ঘটছে। এমনকি ডুকাটির কয়েকজন ডিলার বাইকটির প্রি-বুকিং চালু করেছেন বলে সূত্রের খবর। ডুকাটির ফ্ল্যাগশিপ মডেল স্ট্রিটফাইটার ভি৪ এর অন্যতম হাইলাইট হল চোখধাঁধানো ডিজাইন, একগুচ্ছ ইলেকট্রনিক্স ফিচার, এবং অতীব পাওয়ারফুল ১,১০৩ সিসি-র ডেসমোসেডিসি স্ট্রাডেল ভি৪ (Desmosedici Stradle V4) ইঞ্জিন।

ডুকাটি স্ট্রিটফাইটার ভি৪ মোটরসাইকেলের প্রাণভোমরা ১,১০৩ সিসি-র লিকুইড কুল্ড ডেসমোসেডিসি স্ট্রাডেল ভি৪ ইঞ্জিন। এটির পাওয়ার আউটপুট সত্যিই চমকানোর মতো। ১৩,০০০ আরপিএম গতিতে ইঞ্জিনটি সর্বোচ্চ ২০৮ এইচপি শক্তি ও ১১,৫০০ আরপিএম গতিতে ১২৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। স্লিপার ক্লাচ সহ বাইকে রয়েছে ছ’টি গিয়ার।

Ducati Streetfighter V4

আর্ন্তজাতিক বাজারে Streetfighter V4 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে KTM 1290 Super Duke R, Kawasaki Z H2, Yamaha MT-10, Aprilia Tuono V4, এবং BMW S1000R। KTM 1290 Super Duke R এই বাইকগুলির মধ্যে অধিকাংশই ভারতে উপলব্ধ বা খুব তাড়াতাড়িই এদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগেই বলেছি Streetfighter V4 নেকেড রোডস্টার বাইক এপ্রিলের শেষ ভারতে পা রাখতে চলেছে। এদেশে বাইকটির দাম আনুমানিক ১৮ লক্ষ টাকা হতে পারে (এক্স-শোরুম)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥