ব্যানের আদেশ অমান্য করলে চীনা অ্যাপগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে সরকার

Avatar

Published on:

কিছুদিন আগেই ইন্দো-চীন সীমান্তে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ভারত সরকারের তরফ থেকে Uc Browser, CamScanner, TikTok সহ চীনের ৫৯টি অ্যাপ্লিকেশনকে সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হয়েছিল। পুনরায় মঙ্গলবার, ভারত সরকার একটি অন্তর্বর্তী রায়ে জানিয়েছে যাতে, এই আদেশ সম্পূর্ণরূপে বহাল থাকবে। যদি কোনভাবে এই নির্দেশ অমান্য করা হয়, তাহলে সেই কোম্পানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া ভারত সরকার আরও জানিয়েছে, যদি এই তালিকায় থাকা কোন অ্যাপ্লিকেশন ঘুর পথে ভারত থেকে চালানো সম্ভব হয় তাহলে সেই অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কারণ, সরাসরি না হলেও, এটি সেই রায়ের অবমাননা করা।

সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া বিবৃতিতে ভারতের তথ্যপ্রযুক্তি দপ্তর এই বিষয়ে সরাসরি তাদের মতামত জানিয়েছে। তথ্যপ্রযুক্তি দপ্তর থেকে জানানো হয়েছে, যদি সরাসরি অথবা অন্য কোন পথে এই ধরনের কোন অ্যাপ্লিকেশন ভারত থেকে চালানো সম্ভব হয়, তাহলে সেই অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে টেকনোলজি আইন এবং অন্যান্য আইনে মামলা রুজু করা হবে। এবং এই অ্যাপ্লিকেশন এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে ভারত সরকার।

এই বিষয়ে প্রত্যেকটি কোম্পানিকে ইতিমধ্যেই আদেশ দেওয়া হয়েছে। তাদের কে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, যদি কোন অ্যাপ্লিকেশন ভারত সরকারের এই রায় লঙ্ঘন করার চেষ্টা করে, তাহলে সেই অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করবে ভারত সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

সঙ্গে থাকুন ➥