Flipkart Big Saving Days: ৯,০০০ টাকা খরচে কিনুন Realme Pad, সেলে বাম্পার অফার দিচ্ছে Flipkart

Avatar

Published on:

বর্তমানে Flipkart (ফ্লিপকার্ট)-এ চলছে ‘Big Saving Days’ (বিগ সেভিং ডেজ) সেল, আর এই সেলে অনেক প্রোডাক্টে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে আপনাদের মধ্যে কেউ যদি এই সময় একটি ট্যাবলেট কিনতে চান, তাহলে সেলটি সেই সমস্ত ক্রেতাদের জন্য দারুন ‘ফায়দামন্দ’ হতে পারে! আসলে এই মুহূর্তে Flipkart Big Saving Days-এ দুর্দান্ত ফিচার যুক্ত Realme Pad (রিয়েলমি প্যাড) খুব কম টাকায় পাওয়া যাচ্ছে। আবার ই-কমার্স সাইটের অফার ছাড়াও এই ডিভাইসে রয়েছে ব্যাংক কার্ড ডিসকাউন্টের সুবিধা। আসুন দেখি Realme Pad-এর বর্তমান দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য।

Big Saving Days-এ Realme Pad-এর অফার

বাজারে রিয়েলমি প্যাডের দাম ২৯,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট এখন এতে ৪০ শতাংশ ছাড় দিচ্ছে, যার ফলে ট্যাবলেটটি ১৭,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে ক্রেতারা অনেক ব্যাংক অফারের সুবিধা তুলতে পারবেন। যেমন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে রিয়েলমি প্যাড কিনলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার যদি কারো কাছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক (Flipkart Axis Bank) কার্ড থাকে তাহলে ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে।

এক্সচেঞ্জ অফারের কথা বললে, আপনি পুরোনো ডিভাইস বিনিময় করে ৭,১৯৯ টাকা পর্যন্ত বাঁচাতে পারেন। অর্থাৎ, সমস্ত ছাড়, ব্যাংক অফার বা এক্সচেঞ্জ ভ্যালু মিলিয়ে আগ্রহীরা এই ট্যাবলেটটি প্রায় ৯,০০০ টাকায় কিনতে পারবেন। উল্লেখ্য, এই রিয়েলমি প্যাড মডেলে ১ বছরের ওয়ারেন্টির বিকল্প দেবে কোম্পানি।

Realme Pad-এর স্পেসিফিকেশন

রিয়েলমি প্যাডে রয়েছে ১০.৪ ইঞ্চি WUXGA+ ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৭,১০০ এমএএইচ ব্যাটারি বহন করে, যেখানে ওএস হিসেবে এতে বিদ্যমান অ্যান্ড্রয়েড ১১ সফ্টওয়্যার। ট্যাবলেটটি মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর অফার করে এবং এতে ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজের সুবিধা রয়েছে। যদিও মেমরি কার্ডের সাহায্যে এর ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়াও ফটোগ্রাফির জন্য ইউজার ডিভাইসটিতে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাবেন। তদুপরি এতে সিম কার্ড ব্যবহার করা যাবে।

সঙ্গে থাকুন ➥