করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতের পাশে Ford Motor, আর্থিক অনুদানের পাশাপাশি দিল মাস্ক, পিপিই সুট

Avatar

Published on:

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধুদেশের পাশাপাশি ভারতকে সাহায্য করতে এগিয়ে আসছে একের পর এক কর্পোরেট সংস্থা। অন্যান্য গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির দেখাদেখি ফোর্ড মোটর (Ford Motor) এ বার ভারতকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। ফোর্ড দেশে করোনা মোকাবিলার লক্ষ্যে ১.৪৮ কোটি টাকা মূল্যের রিলিফ প্যাকেজের ঘোষণা করেছে।

ফোর্ড মোটর কোম্পানি ফান্ড জানিয়েছে, তারা ভারতের পাশাপাশি ভাইরাসের হানার বিধ্বস্ত ব্রাজিলে কোভিড ত্রাণ পাঠাচ্ছে। করোনা মোকাবিলার সামগ্রী হিসেবে সার্জিকাল মাস্ক, এন৯৫ মাস্ক-সহ বিভিন্ন কিটস ভারতে পাঠানো হবে।

কোভিড ত্রাণের ছবি শেয়ার করে ফোর্ড মোটর কোম্পানি ফান্ড টুইটে লিখেছে, করোনা মোকাবিলায় ফোর্ড ৫ মিলিয়ন (৫০ লক্ষ) সার্জিকাল মাক্স, ১ লক্ষ এন৯৫ মাস্ক, ও ৫০ হাজার পিপিই সুট ভারতে দান করছে। এছাড়াও, ফোর্ড ফান্ড ভারত এবং ব্রাজিলে প্রয়োজনীয় কোভিড-১৯ ত্রাণ সরবরাহকারী সংস্থাগুলিকে ২ লক্ষ ডলার (প্রায় ১.৪৮ কোটি টাকা) অনুদান হিসেবে দিচ্ছে।”

উল্লেখ্য দেশজুড়ে কঠিন সঙ্কটের এই মুহুর্তে ফোর্ড শুধু নয়, ফোর্ডের আগে মারুতি সুজুকি, হুন্ডাই মোটর ইন্ডিয়া এবং হিরো মটোকর্পের মতো অটোমোবাইল ব্র্যান্ড ভারতকে যথাসাধ্য সহায়তা করার ঘোষণা করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥