সুখবর! এই ৮টি ফোনে সর্বপ্রথম ডাউনলোড করা যাবে Android 14, দেখে নিন লিস্ট

Avatar

Published on:

Google released Android 14 1st public beta for these pixel smartphones

সার্চ ইঞ্জিন Google আজ তাদের মোবাইল অপারেটিং সিস্টেম Android এর নতুন সংস্করণের একটি পাবলিক বিটা ভার্সন রিলিজ করেছে। দুটি ডেভেলপার প্রিভিউ রিলিজের পর আজ অ্যান্ড্রয়েড ১৪ এর পাবলিক বিটা ১ (Android 14 Public Beta 1) আপডেট প্রকাশ করেছে গুগল, যা অনেক স্মার্টফোন ব্যবহারকারী ডাউনলোড করতে পারবেন। নয়া এই আপডেটের ফাইল সাইজ ২.১৫ জিবি, যা ম্যানুয়ালি ডাউনলোড এবং ফ্ল্যাশ করা (ফোনে ইন্সটল) যাবে। 

গুগলের শেয়ার করা টাইমলাইন অনুযায়ী, Android 14 আগামী দুই মাস বিটা পর্যায়ে থাকবে, এই সময়ের মধ্যে সমস্ত বাগ ও ত্রুটিগুলো ঠিক করা হবে। এরপর জুন-জুলাই মাসে এই অপারেটিং সিস্টেমের স্টেবল ভার্সন লঞ্চ করা হবে। আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ২০২৩ সালের আগস্টের মধ্যে Android 14 এর সঠিক স্টেবল বিল্ড পাবেন। বর্তমানে, Pixel 4a বা তার পরের পিক্সেল ডিভাইসগুলিতে বিটা আপডেট ইনস্টল করা যাবে।

Android 14-এ যুক্ত হল একাধিক নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ডেভেলপার তাদের ব্লগে জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ১৪ এর সঙ্গে স্মার্ট সিস্টেম ইউআই ও নতুন ফিচার পাওয়া যাবে। এই ইউজার ইন্টারফেসে একটি নতুন ব্যাক অ্যারো, উন্নত সিস্টেম শেয়ারশিট অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার নয়া অপারেটিং সিস্টেম প্রতিটি অ্যাপ্লিকেশনের ভাষা পরিবর্তন করতে দেবে।

যদিও আগামী দুই মাসের মধ্যে অ্যান্ড্রয়েড ১৪-এ আরও নতুন ফিচার যুক্ত করতে পারে গুগল। প্রসঙ্গত, ডেভেলপার প্রিভিউ শুধুমাত্র অ্যাপ ডেভেলপারদের জন্য রিলিজ করা হয়, যাতে তারা তাদের অ্যাপ্লিকেশনগুলি অপ্টিমাইজ করতে পারে। এর পরে, সাধারণ ব্যবহারকারীদের জন্য পাবলিক বিটা সংস্করণ প্রকাশ করা হয়, যারা টেস্টিং প্রোগ্রামের অংশ হতে চান। তবে এই ভার্সনে অনেক ত্রুটি এবং বাগ থাকে। 

এই ফোনেগুলিতে ডাউনলোড করা যাবে Android 14

গুগলের তরফে আপাতত Pixel ফোনগুলিতে Android 14 ডাউনলোড ও ইন্সটলের সুবিধা দেওয়া হচ্ছে। আপনি যদি নিন্মলিখিত ফোনগুলির কোনো একটি ব্যবহার করেন তাহলে Android 14 Public Beta 1 ডাউনলোড করতে পারবেন।

  • Pixel 4a
  • Pixel 5a
  • Pixel 5
  • Pixel 6a
  • Pixel 6
  • Pixel 6 Pro
  • Pixel 7
  • Pixel 7 Pro
সঙ্গে থাকুন ➥