অ্যালার্ট, অনলাইন ব্যাংকিং ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কবার্তা দিল সরকার

Avatar

Published on:

এমনিতে এখন আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলি বেশি পছন্দ করি, এতে বাড়িতে বসে নির্ঝঞ্জাটে কাজ সেরে নেওয়া যায়। করোনার সময়ে এই অনলাইন প্ল্যাটফর্মগুলির উপর নির্ভরশীলতা আরো বৃদ্ধি পেয়েছে। বেড়েছে অনলাইন ব্যাংকিং বা টাকা ট্রান্সফার অ্যাপ্লিকেশনগুলির চাহিদা। তবে ভালো কিছুর সাথে খারাপ কিছুর আশংকা থেকেই যায়। আকছার শোনা যায়, জালিয়াতিরা অনলাইন প্ল্যাটফর্মগুলিতে ইউজারদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। আর সেকারণেই সরকার অনলাইন ব্যাংকিং ইউজারদের কিছু সতর্কবার্তা দিয়েছে। যেগুলো অনলাইন লেনদেনের সময় মেনে চলা উচিত।

কক্ষনো করবেন না এই ভুলগুলি:

১. অন্য কারো সাথে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করবেন না।
২. কোনও অজানা লিঙ্ক বা অ্যাটাচমেন্ট খুলবেন না।
৩. অনলাইন ব্যাংকিং ব্যবহারের পরে সবসময় অ্যাকাউন্ট লগ-আউট করবেন।
৪. অন্য কারো ল্যাপটপ বা কম্পিউটারে আপনার ব্যক্তিগত ইউএসবি বা হার্ড ডিস্ক ব্যবহার করবেন না।

৫. আপনার জন্ম তারিখ, ঠিকানা, ফোন নম্বরের মতো তথ্য কখনও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না। এটি অনলাইন জালিয়াতিতে ব্যবহার হতে পারে।
৬. আপনার অ্যাকাউন্টে জটিল পাসওয়ার্ড দিয়ে রাখুন, যাতে কেউ সহজেই অনুমান করতে না পারে। মাঝে মাঝে পাসওয়ার্ড পরিবর্তন করুন।
৭. কোনও অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ব্যবহার করার সময় সেটির প্রাইভেসি সেটিংসে নজর রাখুন।

যদি কখনও আপনার নিজের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে মনে হয় তবে অবিলম্বে সাপোর্ট টিমকে এই বিষয়ে জানান। আপনার ডিভাইসের সিস্টেমকে আপডেট করতে থাকুন এবং ভাল অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। চোখ কান খোলা রাখুন, তবেই প্রতারিত হতে হবেনা।

সঙ্গে থাকুন ➥