HomeTech NewsApple iPhone Warning: সরকারের বিশেষ সতর্কতা জারি অ্যাপল আইফোন, আইপ্যাড ও ম্যাকবুক ব্যবহারকারীদের জন্য

Apple iPhone Warning: সরকারের বিশেষ সতর্কতা জারি অ্যাপল আইফোন, আইপ্যাড ও ম্যাকবুক ব্যবহারকারীদের জন্য

সম্প্রতি Apple ব্যবহারকারীদের জন্য একটি সতর্কতা জারি করেছে ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অর্থাৎ CERT-In। তারা জানিয়েছে যে, iPads, Macs, iPhones এর মতন ডিভাইসগুলিতে একটি দুর্বলতা খুঁজে পাওয়া গেছে। CERT-In এই দুর্বলতাটিকে CIAD-2024-0027 হিসাবে চিহ্নিত করেছে। আর এও জানিয়েছে যে, এই দুর্বলতার ফলে আক্রমণকারীরা যে কোনো ডিভাইসের নিয়ন্ত্রণ পেতে পারে, পাশাপাশি তারা সেই ডিভাইসের সংবেদনশীল তথ্যও চুরি করতে পারে।

কোথায় রয়েছে এই দুর্বলতা?

সরকারের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের মতে, সাম্প্রতিক দুর্বলতাগুলি iOS, iPadOS, macOS, Safari এবং tvOS সহ বিভিন্ন Apple অপারেটিং সিস্টেমে উপস্থিত৷

সাইবার আক্রমণকারীরা এই দুর্বলতাকে কীভাবে কাজে লাগাতে পারে?

এর ফলে আক্রমণকারীরা সম্পূর্ণরূপে সিস্টেমের নিয়ন্ত্রণ পেতে পারে।

পাসওয়ার্ড, কন্ট্যাক্ট, ব্রাউজিং হিস্ট্রি, এমনকি ব্যাঙ্কিং ডিটেলস সহ একাধিক ব্যক্তিগত ডেটা চুরি করতে পারে।

Apple-এর ঝুঁকিপূর্ণ সফ্টওয়্যারের তালিকা-

  • iOS এবং iPadOS – ১৬.৭.৮ এবং ১৭.৫-এর আগের সংস্করণ।
  • macOS – ১২.৭.৫-এর আগের মন্টেরি সংস্করণ, ১৩.৫.৭-এর আগের Ventura সংস্করণ এবং ১৪.৫-এর আগে Sonoma সংস্করণ।
  • Safari – ১৭.৫-এর আগের সংস্করণ।
  • Apple TV – ১৭.৫-এর আগের সংস্করণ।

কীভাবে এই Apple ডিভাইসগুলিকে রক্ষা করবেন?

CERT-In সকল Apple ব্যবহারকারীদের অবিলম্বে তাদের ডিভাইসগুলিকে লেটেস্ট ভার্সনে আপডেট করার পরামর্শ দিয়েছে। কারণ, এই আপডেটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্যাচ রয়েছে, যা চিহ্নিত করা দুর্বলতার সমাধান করতে সক্ষম।

কিভাবে ডিভাইসগুলি আপডেট করবেন?

iPhone এবং iPad

প্রথমে “Settings”-এ যান, তারপর “General”-এ ক্লিক করুন, এবার সেখানে “Software Update” অপশনটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করে উপলব্ধ লেটেস্ট আপডেটটি “Download” এবং “Install” করুন।

Mac

“Apple menu”-তে ক্লিক করুন এবং “System Preferences” নির্বাচন করুন। তারপর “Software Update”-এ যান এবং “Update Now”-এ ক্লিক করে লেটেস্ট আপডেটটি ডাউনলোড এবং ইনস্টল করুন৷

Apple TV

প্রথমে “Settings”-এ যান, সেখানে “General”-এ ক্লিক করুন। এবার “Software Update” অপশনটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন এবং উপলব্ধ লেটেস্ট আপডেটটি “Download” করে “Install” করুন।

RELATED ARTICLES

আরও পড়ুন