কীভাবে হাতে পাবেন কেন্দ্রের Unique Digital Health ID কার্ড, জেনে নিন অনলাইন আবেদনের প্রক্রিয়া

Avatar

Published on:

দেশের সমস্ত নাগরিকদের পরিচয়পত্র হিসেবে আগেই আধার (Aadhaar) নামক বিশেষ কার্ডের উপলভ্যতা বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। তবে এবার চিকিৎসা ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির অনুরূপ স্বতন্ত্র পরিচয়পত্র প্রদান করার জন্য, সরকার, ডিজিটাল ডাটাবেস তৈরির ওপর জোর দিয়েছে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের (ABDM) অংশ হিসেবে নরেন্দ্র মোদীর সরকার ইউনিক হেল্থ আইডি (Unique Health ID) কার্ড চালু করবে, যাতে নাগরিকদের স্বাস্থ্যের সম্পূর্ণ বিবরণ সেভ থাকবে। আর এই ডিজিটাল কার্ডের সাহায্যে, সারা দেশের নির্বাচিত হাসপাতালে সাশ্রয়ী মূল্যে এমনকি বিনামূল্যেও চিকিৎসা করানো যাবে এবং রোগীকে শারীরিকভাবে তার মেডিকেল রেকর্ড বহন করতে হবে না বলে সরকারের তরফে জানানো হয়েছে। আসুন এখন জেনে নিই কীভাবে এই ইউনিক হেল্থ আইডি কার্ড তৈরি করা যাবে এবং কারা এর জন্য আবেদন করতে পারবেন।

কীভাবে ইউনিক হেল্থ আইডি তৈরি করবেন? (How to get a Unique Digital Health ID card)

আপনি যদি ভারতের নাগরিক হন এবং সরকারী প্রকল্পের মাধ্যমে চিকিৎসার জন্য ইউনিক হেল্থ আইডি তৈরি করতে চান, তবে আপনাকে www.healthid.ndhm.gov.in ওয়েবসাইটে যেতে হবে। তারপর নিজস্ব তথ্য রেজিস্টার করে মোবাইল নম্বর বা আধার নম্বর যাচাই করতে হবে। এভাবে যেকোনো ভারতীয় নাগরিক ১৪ সংখ্যার হেল্থ আইডি তৈরি করতে সক্ষম হবেন।

কীভাবে হেল্থ কার্ডের জন্য আবেদন করবেন

১. হেল্থ আইডি কার্ড তৈরির জন্য আগ্রহীদের ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন বা NDHM-এর ওয়েবসাইটে যেতে হবে।

২. এবার ওয়েবসাইটে ‘ক্রিয়েট ইউর হেল্থ আইডি’ অপশনে ক্লিক করতে হবে।

৩. আধারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে ‘জেনারেট ভায়া আধার’ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে লিখতে হবে নিজের আধার কার্ড নম্বর।

৪. রেজিস্ট্রেশনের পরবর্তী ধাপ হিসেবে ‘আই অ্যাগ্রি’ বাটনে ক্লিক করে তথ্য সাবমিট করতে হবে।

৫. সাবমিশনের পর, রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার ওটিপি আসবে যা ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে হবে।

৬. নির্দিষ্ট জায়গায় প্রোফাইলের জন্য ছবি, জন্ম তারিখ এবং ঠিকানাসহ তথ্য লিখতে হবে।

৭. এরপর নিজের মোবাইল নম্বর যাচাই করতে হবে, এর জন্য মোবাইলে আসা আরেকটি ওটিপি এন্টার করতে হবে।

৮. এতে, ১৪ সংখ্যার হেল্থ আইডি নম্বরসহ আরেকটি মেসেজ আসবে। মেসেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা লগইন করতে পারেন।

৯. এখানে প্রয়োজনীয় সব তথ্য পূরণ করার পর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে তৈরি হবে হেল্থ আইডি কার্ড।

সঙ্গে থাকুন ➥