TechGupHow ToVoter ID Correction: কীভাবে অনলাইনে ভোটার আইডি কার্ডে নাম পরিবর্তন করবেন জেনে নিন

Voter ID Correction: কীভাবে অনলাইনে ভোটার আইডি কার্ডে নাম পরিবর্তন করবেন জেনে নিন

অনলাইনে Voter ID কার্ডে নাম সংশোধন করার উপায় জেনে নিন

ভোটার আইডি (Voter ID) কার্ডের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে কাউকে আর নতুন করে কিছু বলে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এই কার্ডটি নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে বিবেচিত হয়। আরও ভালোভাবে বললে, কোনো ভারতীয় নাগরিকের সচিত্র পরিচয়পত্র হল এই ভোটার কার্ড। ভারতীয় আইন অনুযায়ী, ১৮ বছর বয়স পেরোলেই দেশের নাগরিকরা ভোটাধিকার পেতে সক্ষম হন। আর তাই ১৮ বছর বয়স হয়ে গেলেই মানুষ প্রথম যে কাজটি করেন, তা হল ভোটার কার্ড তৈরি করে ফেলা।

তবে উপরিউক্ত বিষয়গুলি আমরা প্রায় সকলেই জানি, কিন্তু নাগরিকত্বের এই প্রমাণপত্রে যদি আপনার নামটি ভুল থাকে অথবা কেউ যদি নাম পরিবর্তন করতে চান, তাহলে কী করতে হবে? এর উত্তর যদি আপনার না জানা থাকে, তাহলে বিশেষ চিন্তার কিছু নেই; কেননা ডিজিটাল যুগে এখন খুব সহজেই অনলাইনে এই কাজ করে ফেলা সম্ভব। কীভাবে? আসুন জেনে নিই।

অনলাইনে Voter ID কার্ডে নাম সংশোধন করার উপায়

এর জন্য আপনাকে নীচে উল্লিখিত স্টেপগুলি ধাপে ধাপে অনুসরণ করতে হবে।

১. আপনার ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে ভোটার পোর্টালে (Voter Portal) রেজিস্টার করুন (https://voterportal.eci.gov.in)।

২. কারেকশন ইন ভোটার আইডি (Correction in Voter ID) অপশনটি সিলেক্ট করুন।

৩. নাম সংশোধনের বাটনটিতে (correction in the name) ট্যাপ করুন।

৪. প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি প্রোভাইড করুন।

৫. ডিক্লারেশনটি (declaration) ফিল-আপ করুন।

৬. নিখুঁতভাবে প্রিভিউ (Preview) দেখে নিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট (submit) করুন।

৭. এরপর স্ট্যাটাস ট্র্যাকিংয়ের জন্য একটি রেফারেন্স আইডি (reference ID) জেনারেট হবে।

প্রসঙ্গত বলে রাখি, ভোটার আইডি কার্ডে নাম পরিবর্তন করার ক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য ইউজারদের প্যান কার্ড কিংবা পাসপোর্টের মতো ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে।

RELATED ARTICLES

Top Stories