HomeHow ToMasked Aadhaar: মাস্কড আধার ব্যবহারে জোর সরকারের, কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন

Masked Aadhaar: মাস্কড আধার ব্যবহারে জোর সরকারের, কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন

Masked Aadhaar Card এবং রেগুলার Aadhaar Card এর মধ্যে পার্থক্য কী জেনে নিন

Masked Aadhaar Download: আধার কার্ড (Aadhaar Card) বর্তমানে অত্যন্ত প্রয়োজনীয় পরিচয়পত্রগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। ফলে এই গুরুত্বপূর্ণ নথিটি হারিয়ে গেলে বা অপব্যবহার করলে আমরা মুশকিলে পড়তে পারি। কিন্তু দেখা যায়, আমরা যেকোনো ধরণের অ্যাপ্লিকেশন জমা বা চাকরির জন্য দরখাস্ত করার সময় আধার কার্ডের ছবি অনায়াসেই দিয়ে থাকি। এই বিষয়ে, ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি একটি অ্যাডভাইজরি জারি করেছিল, যেখানে আধার কার্ডধারীদের ফটোকপি কোনো অজ্ঞাত সংস্থার সাথে শেয়ার না করার নির্দেশ দেওয়া হয়েছিল। কেননা, বিভিন্ন জায়গায় আধার কার্ডের ছবি ব্যবহারের ফলে, তাতে থাকা ‘ইউনিক’ নম্বরটি অপরিচিত ব্যক্তিদের কাছে সহজলভ্য হয়ে যেতে পারে। যার দরুন পরিচয়পত্রটির অপব্যবহারও হতে পারে। যদিও পরে এই নির্দেশিকা প্রত্যাহার করা হয়।

এক্ষেত্রে জানিয়ে রাখি, ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অফ ইন্ডিয়া’ ওরফে UIDAI, এই দরকারি ডকুমেন্ট তথা আধার কার্ডধারীর ব্যক্তিগত তথ্যাদি সুরক্ষিত রাখতে ‘Masked Aadhaar Card’ নামক একটি বিশেষ বিকল্প উপলব্ধ করেছে। রেগুলার আধার কার্ডের এই বিশেষ সংস্করণে, ১২টি ডিজিটের মধ্যে শুধুমাত্র শেষ ৪টি ডিজিট দৃশ্যমান থাকে। ফলত কার্ড নম্বরটি অসম্পূর্ণ থাকার কারণে আপনার আধার কার্ডের তথ্য ফাঁস হওয়ার এবং জালিয়াতদের খপ্পড়ে পড়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে। এক্ষেত্রে, আপনারা যারা জানেন না কীভাবে মাস্কড আধার কার্ড ডাউনলোড করতে হয়, তারা আমাদের প্রতিবেদন থেকে এই সম্পর্কে বিশদে জেনে নিতে পারেন।

Masked Aadhaar Card এবং রেগুলার Aadhaar Card এর মধ্যে পার্থক্য কী?

আপনি যখন UIDAI -এর ওয়েবসাইট থেকে অনলাইনে আধার কার্ড ডাউনলোড করতে যাবেন, তখন আপনাকে ২টি বিকল্প দেওয়া হবে। এর মধ্যে প্রথমটি হল, রেগুলার আধার কার্ড অপশন এবং দ্বিতীয়টি হলো, মাস্কড আধার কার্ড অপশন। এই দুটি অপশনের মধ্যে পার্থক্য শুধু একটাই। রেগুলার আধার কার্ডে ১২টি ডিজিট যুক্ত নম্বরকে প্রদর্শন করা হয়। আর, মাস্কড আধার কার্ডে ১২টি ডিজিটের বদলে শুধু শেষ ৪টি ডিজিট দৃশ্যমান থাকে (উদা : xxxx-xxxx-১১১১)। ফলে মাস্কড আধার কার্ডে নম্বর লুকানো থাকার কারণে প্রতারণামূলক ঘটনাগুলি সহজে এড়িয়ে যাওয়া যায়। কিন্তু, রেগুলার আধার কার্ডে সম্পূর্ণ আধার নম্বর লেখা থাকায়, তা যে কোনো সংস্থার সাথে শেয়ার করলে বা কোনো অসৎ ব্যক্তির হাতে পড়লে আপনি প্রতারিত হতে পারেন। সুতরাং, মাস্কড আধার, রেগুলার আধারের তুলনায় অনেকাংশে সুরক্ষিত।

কীভাবে ডাউনলোড করবেন Masked Aadhaar Card

১. মাস্কড আধার কার্ড ডাউনলোডের জন্য প্রথমেই আপনাকে UIDAI -এর অফিসিয়াল ওয়েসবসাইটটি (https://myaadhaar.uidai.gov.in/) ওপেন করতে হবে।

২. এবার, ওয়েবসাইটে থাকা লগইন অপশনে ক্লিক করুন। এখানে, আপনাকে এনরোলমেন্ট নম্বর / ভার্চুয়াল আইডি / আধার নম্বর এন্টার করতে বলা হবে। এই অপশনগুলির মধ্যে যে কোনো একটিকে চয়ন করুন।

৩. এরপর, আপনার কাছে জানতে চাওয়া হবে যে, আপনি কি ধরণের আধার কার্ড ডাউনলোড করতে চান। যদি আপনি Masked Aadhaar ডাউনলোড করতে চান তাহলে, স্ক্রিনের নিচের দিকে স্ক্রল করুন। এখানে ‘I want a masked aadhaa’ বা ‘Do want a masked Aadhaar?’ লেখা একটি বিকল্প পেয়ে যাবেন। এটিতে ক্লিক করুন।

৪. এখন আপনাকে একটি ক্যাপচা কোড এন্টার করতে হবে। আর আপনি যে নিজের জন্যই ডকুমেন্টটিকে ডাউনলোড করছেন তা প্রমান করতে, OTP বাটনে ক্লিক করে একটি OTP নম্বর রিকোয়েস্ট করতে হবে।

৫. এবার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে একটি OTP আসবে। সেটিকে এন্টার করুন।

৬. এবার স্ক্রিনের নিচের দিকে একটি সার্ভে আসবে। এটিকে পূরণ করুন এবং ‘Verify And Download’ অপশনে ক্লিক করার মাধ্যমে মাস্কড আধার কার্ডটিকে ডাউনলোড করে নিন।

৭. এই মাস্কড আধার কার্ডের PDF ফাইলটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত থাকে। সেক্ষেত্রে, এই পাসওয়ার্ডটি হলো আপনার নামের প্রথম ৪টি অক্ষর (ক্যাপিটাল লেটারে) + জন্মসাল। উদাহরণস্বরূপ, আপনার নাম যদি ANISH হয় এবং আপনি ১৯৮৯ (1989) সালে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার পাসওয়ার্ড হবে ANIS1989।

RELATED ARTICLES

Most Popular