TechGupTech Newsআপনার ফোনে Android 12 ওপেন বিটা কীভাবে ডাউনলোড করবেন? কোন ডিভাইসগুলিতে ইনস্টল করা যাবে?

আপনার ফোনে Android 12 ওপেন বিটা কীভাবে ডাউনলোড করবেন? কোন ডিভাইসগুলিতে ইনস্টল করা যাবে?

সম্প্রতি গুগল, অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ওএসের পাবলিক বিটা ৪ সংস্করণ প্রকাশ্যে এনেছে। ফলে আপাতত এটি একটি ওপেন বিটা সংস্করণে পরিণত হয়েছে। আগ্রহীরা চাইলে এটিকে তাদের ডিভাইসে ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। এর মাধ্যমে তারা Android 12 -এর কিছু নতুন ফিচার ব্যবহার করতে সক্ষম হবেন। তবে সব স্মার্টফোনে নয়, বরং নির্বাচিত বিভিন্ন ডিভাইসে এই বিটা ভার্সন ডাউনলোড করা যাবে। এজন্য উৎসাহীদের কয়েকটি নির্দেশ অনুসরণ করতে হবে।

স্মার্টফোনে Android 12 বিটা সংস্করণ ইনস্টলের জন্য করণীয় কাজ

১. প্রথমে Android 12 Beta ওয়েবসাইটে যান।

২. এবার ডাউনলোডের জন্য উপযুক্ত ডিভাইসে নিজের গুগল আইডি (Google ID) ব্যবহার করে লগ-ইন করুন।

৩. এরপর ‘view your eligible devices’ বিকল্পে ক্লিক করে নিজের স্মার্টফোন সিলেক্ট করতে হবে।

৪. কাঙ্ক্ষিত ডিভাইস বেছে নিয়ে এনরোল বিকল্পে ট্যাপ করুন।

৫. আপডেট নোটিফিকেশন পপ-আপ হিসেবে স্ক্রিনে ভেসে উঠবে। এবার ‘Download & Install’ বিকল্পে ক্লিক করে আলোচ্য প্রক্রিয়া সম্পূর্ণ করুন। আপডেট দেখানোর ক্ষেত্রে ২৪ ঘন্টা পর্যন্ত সময় দরকার হতে পারে।

অ্যান্ড্রয়েড ১২ ওএসের ওপেন বিটা সংস্করণ ডাউনলোডের পর এর আগামী বিটা আপডেট ডাউনলোডে আর কোন বাধার মুখে পড়তে হবেনা। তবে বর্তমান আপডেট ডাউনলোডের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটি একটি বিটা সংস্করণ, ফলে খুব স্বাভাবিকভাবেই এতে কিছু বাগ ও অন্যান্য সমস্যা থাকবে। ফলে ডিভাইস ব্যাকআপ করে তবেই আপডেট ডাউনলোড করা বুদ্ধিমানের কাজ হবে।

Android Beta 12 ডাউনলোডের জন্য বৈধ ডিভাইস গুলি হলো –

Samsung Z Flip3, Samsung Z Fold3, Google Pixel 6, Google Pixel 6 Pro, Google Pixel 3, Google Pixel 3 XL, Google Pixel 4, Google Pixel 4 XL, Google Pixel 5, Google Pixel 3a, Google Pixel 4a, Google Pixel 4a 5G, Google Pixel 5a, Oppo Find X3 Pro, Nokia X20, OnePlus 9, OnePlus 9 Pro, Xiaomi Mi 11, Xiaomi Mi 11 Ultra, Xiaomi Mi 11i, Xiaomi Mi 11X Pro, ZTE Axon 30 Ultra (Chinese model), TCL 20 Pro 5G, Asus Zenfone 8, Realme GT, iQOO 7 Legend, Sharp Aquos Sense 5G, Tecno Camon 17.

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

RELATED ARTICLES

Top Stories