TechGupসবচেয়ে শক্তিশালী ব্যাটারির সাথে আসবে iPhone 12, দাম ও হবে সস্তা

সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সাথে আসবে iPhone 12, দাম ও হবে সস্তা

আমরা আগেই জেনেছি Apple তাদের নতুন ফোনের উপর কাজ শুরু করেছে। এদিকে iPhone 12 এর লঞ্চ ডেট যত এগিয়ে আসছে, তত এই ফোন সম্পর্কে নতুন নতুন তথ্য উঠে আসছে। এক সপ্তাহ আগেই আইফোন ১২ সিরিজের সম্ভাব্য দাম জানা গিয়েছিল। এবার এই ফোনের ব্যাটারি সম্পর্কে জানা গেল। রিপোর্ট অনুযায়ী, iPhone 12 ফোনে ৪,৪০০ এমএএইচ এর বেশি ক্ষমতাযুক্ত ব্যাটারি ব্যবহার করা হবে। যদিও ঠিক কত এমএএইচ ব্যাটারি থাকবে তা জানা যায়নি। এর আগে iPhone 11 Pro Max ফোনে ৪,০০০ এমএএইচ ( ৩,৯৬৯ এমএএইচ) ব্যাটারি দেওয়া হয়েছিল।

iPhone 12 সিরিজের দাম :

জন প্রসার এর টুইট অনুযায়ী, iPhone 12 Mini, iPhone 12, iPhone 12 Pro ও iPhone 12 Pro Max ফোনগুলিতে যথাক্রমে ৫.৪ ইঞ্চি, ৬.১ ইঞ্চি, ৬.১ ইঞ্চি ও ৬.৭ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই চারটি ফোনের দাম হবে যথাক্রমে ৬৪৯ ডলার (প্রায় ৪৮,৯৮০ টাকা), ৭৪৯ ডলার ( প্রায় ৫৬,৪৮০ টাকা), ৯৯৯ ডলার (প্রায় ৭৫,৩৪৮ টাকা), ১,০৯৯ ডলার ( প্রায় ৮২,৮৭৫ টাকা)।

সবচেয়ে শক্তিশালী প্রসেসর থাকবে :

Apple প্রতিবছর তাদের ফোনে নতুন প্রসেসর ব্যবহার করে। কোম্পানি তাদের এবছরের নতুন আইফোন সিরিজে নতুন প্রসেসর A14 bionic ব্যবহার করবে। যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রসেসর হবে। এছাড়াও আইফোন ১২ সিরিজ হবে কোম্পানি প্রথম 5G স্মার্টফোন সিরিজ।

থাকবে ডুয়েল ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ :

এই সিরিজের দুটি ফোনে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা। আবার অন্যদুটি ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এতে OLED স্ক্রিন থাকবে। কিছুদিন আগে জোনাস ডাইহানার্ত নামে একজন ফোন ডিজাইনার আইফোন ১২ এর রেন্ডার ইমেজ সামনে এনেছিল। যেখানে ফোনটির ডিজাইন দেখে iPhone 5 এর কথা মনে পড়ে যাবে। আইফোন ১২ সিরিজ সেপ্টেম্বর নাগাদ বাজারে আসবে।

RELATED ARTICLES

Top Stories