Price Hike: জানুয়ারি থেকে ভারতে এই জাপানি সংস্থার মোটরসাইকেলের দাম বাড়ছে

Avatar

Published on:

নতুন বছর থেকে Kawasaki-র টু-হুইলার কিনতে হলে গুনতে হবে অতিরিক্ত টাকা। ১ জানুয়ারি, ২০২২ থেকে নিজেদের প্রায় সমস্ত মডেলের বাইকের দাম বৃদ্ধির কথা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঘোষণা করেছে জাপানি সংস্থাটির ভারতীয় শাখাটি। মূল্যবৃদ্ধির ফলে নতুন দাম সমগ্র দেশে Kawasaki-র সমস্ত পোর্টফলিওতেই কার্যকর হবে।

তবে সংস্থার তরফে জানানো হয়েছে, যদি কোনো গ্রাহক ৩১ ডিসেম্বর বা তার আগে মোটরসাইকেল বুকিং করেন এবং সেটি ৪৫ দিনের মধ্যেই ডেলিভারি নেন, সে ক্ষেত্রে তিনি মূল্যবৃদ্ধির আগের দামেই কিনতে পারবেন।

কাওয়াসাকি (Kawasaki)-র ভারতে সর্বাধিক বিক্রিত মডেল নিনজা ৩০০ (Ninja 300)-র দাম ৬,০০০ টাকা বেড়ে হবে ৩,২৪,০০০ টাকা। বর্তমানে যা ৩,১৮,০০০ টাকা। এছাড়া এর হায়ার-স্পেক নিনজা ৬৫০ (Ninja 650)-এর মূল্য ৭,০০০ টাকা বেড়ে হবে ৬,৬৮,০০০ টাকা। অন্যদিকে সদ্য লঞ্চ হওয়া কাওয়াসাকি জেড৬৫০আরএস (Kawasaki Z650RS)-এর দামও ৭,০০০ টাকা বাড়তে চলেছে, বেড়ে এর মূল্য হবে ৬,৭২,০০০ টাকা। এখানে জানিয়ে রাখি, উল্লিখিত সমস্ত দামই দিল্লির এক্স-শোরুমের৷

এই প্রতিবেদনে কাওয়াসাকি ইন্ডিয়ার (Kawasaki India) সমস্ত মডেলের বর্ধিত মূল্য কত হতে চলেছে তা দেওয়া রইল –

Ninja 300 – ৩,২৪,০০০ টাকা (দাম বেড়েছে ৬,০০০ টাকা)

Ninja 650 – ৬,৬৮,০০০ টাকা (দাম বেড়েছে ৭,০০০ টাকা)

Z650 – ৬,২৪,০০০ টাকা (দাম বাড়ানো হয়নি)

Z650RS – ৬,৭২,০০০ টাকা (দাম বেড়েছে ৭,০০০ টাকা)

Vulcan S – ৬,১৬,০০০ টাকা (দাম বেড়েছে ৬,০০০ টাকা)

Versys 650 – ৭,১৫,০০০ টাকা (দাম বাড়ানো হয়নি)

Versys 1000 – ১১,৭২,০০০ টাকা (দাম বেড়েছে ১৭,০০০ টাকা)

Ninja 1000SX – ১১,৫১,০০০ টাকা (দাম বেড়েছে ১১,০০০ টাকা)

Ninja ZX-10R – ১৫,৩৭,০০০ টাকা (দাম বেড়েছে ২৩,০০০ টাকা)

W800 – ৭,৩৩,০০০ টাকা (দাম বেড়েছে ৭,০০০ টাকা)

Z900 – ৮,৫০,০০০ টাকা (দাম বেড়েছে ৮,০০০ টাকা)

Z H2 – ২১,৯০,০০০ টাকা (দাম বাড়ানো হয়নি)

Z H2 SE – ২৫,৯০,০০০ টাকা (দাম বাড়ানো হয়নি)

KX100 – ৪,৮৭,৮০০ টাকা (দাম বাড়ানো হয়নি)

KX250 – ৭,৯৯,০০০ টাকা (দাম বাড়ানো হয়নি)

KX450 – ৮,৫৯,০০০ টাকা (দাম বাড়ানো হয়নি)

KLX450R – ৮,৯৯,০০০ টাকা (দাম বাড়ানো হয়নি)

সঙ্গে থাকুন ➥