এখন LPG গ্যাসে পাবেন 50 টাকা ছাড়, আছে ফ্রি ডেলিভারির সুবিধাও, বুকিং করুন এই জায়গা থেকে

Avatar

Published on:

LPG Gas Cylinder Booking rs 50 Discount

বিগত কয়েক বছরে ভারতে রান্নার গ্যাস বা LPG-র দাম এতটাই বেড়েছে যে, একাংশই বিকল্প খোঁজার কথা ভাবছিলেন। যদিও হালফিলে অস্বস্তি একটু কমেছে, কেন্দ্র সরকার ডোমেস্টিক গ্যাসের দাম বেশ খানিকটা কমিয়েছে। এখন গ্যাস সিলিন্ডার কিনতে আপনাকে ন্যূনতম ৯০০ টাকা খরচ করতে হবে – পশ্চিমবঙ্গে ১৪.২ কেজি গ্যাসের মূল্য ৯২৯ টাকা। সেক্ষেত্রে আপনি যদি দামের এই অঙ্কটা নিয়েও অস্বস্তিতে থাকেন, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার পকেট বাঁচানোর জন্য দারুণ কাজে আসবে। আসলে আজ এখানে আমরা এমন একটি বিষয়ে কথা বলব, যার সাহায্যে আপনি এই মুহূর্তে অনেক কম দামে LPG সিলিন্ডার পেতে পারেন। কীভাবে? আসুন জেনে নিই…

LPG বুকিংয়ে বিশাল ছাড় দিচ্ছে Amazon

আসলে ব্যাপারটা হচ্ছে যে, সাম্প্রতিক মাসগুলিতে এই প্রথমবার এলপিজি গ্যাস বিশাল ছাড়ে পাওয়া পাওয়া যাচ্ছে, আর এই ডিসকাউন্টের পেছনে আছে অ্যামাজন। এই মুহূর্তে অ্যামাজন পে (Amazon Pay), গ্যাস সিলিন্ডার বুকিংয়ে (Bharat, HP, Indane সমস্ত কোম্পানির ক্ষেত্রেই) কিছু ব্যাঙ্ক অফার দিচ্ছে। কোম্পানির অ্যাপে বিদ্যমান তথ্য অনুযায়ী, আপনি এখানে গ্যাস বুকিং, রিচার্জ বা অন্য কোনো ধরণের বিল পেমেন্টের জন্য কমপক্ষে ৫০০ টাকা খরচ করলে, ৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। কিন্তু এই রিবেট পেতে আপনার কাছে অবশ্যই ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)-র কার্ড থাকতে হবে৷

শুধু তাই নয়, মাথায় রাখতে হবে যে এই অফারটি সীমিত সময়ের। গত ২রা নভেম্বর থেকে এটি লাইভ রয়েছে, আগামী ৩০ তারিখ অর্থাৎ মাসের শেষ দিন পর্যন্ত এর ফায়দা নেওয়া যাবে। কার্যত একই অফার পাবেন ওয়ানকার্ড (OneCard) ক্রেডিট কার্ড, ইয়েস ব্যাঙ্ক (Yes Bank)-এর কার্ডেও।

Amazon থেকে গ্যাস বুক করলে পাবেন এই সুবিধাও

আপনি যদি অ্যামাজন পে থেকে মানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করেন, তবে তা সরাসরি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে বুকিং করার জন্য কোনো নম্বরে কল করার প্রয়োজন পড়বেনা। লাগবে না কোনো অতিরিক্ত চার্জও। অতএব দেরি কীসের? আপনি আজই এই পদ্ধতি ব্যবহার করে সহজে একটি সিলিন্ডার বুক করতে পারেন।

সঙ্গে থাকুন ➥