Mahindra XUV300 EV: মাহিন্দ্রা সাধারণ ক্রেতাদের জন্য তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি ভারতে আনছে, লঞ্চের সময় ঘোষণা হল

Avatar

Published on:

আজ, মাহিন্দ্রা গোষ্ঠী (Mahindra Group) দেশের বাজারে ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি লঞ্চের সময়সীমা ঘোষণা করল৷ সংস্থার তরফে জানানো হয়েছে Mahindra XUV300 SUV-এর ইলেকট্রিক ভার্সন আগামী বছরের তৃতীয় বা চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে ভারতে পা রাখবে৷ উল্লেখ্য, মাহিন্দ্রা বর্তমানে e-Verito মডেলের ব্যাটারিচালিত সিডান গাড়ি বিক্রি করলেও, তা শুধুমাত্র সরকারি এজেন্সি এবং ভাড়া খাটানো সংস্থাগুলির জন্য৷ তাই এবার সাধারণ ক্রেতাদের জন্য সংস্থা বৈদ্যুতিক যাত্রী গাড়ি নিয়ে আসছে৷

এসইউভি তৈরিতে দক্ষ মাহিন্দ্রা ক’বছর আগে অটো এক্সপো ইভেন্টে e-KUV100 সামনে এনেছিল৷ যদিও মাইক্রো এসইভি গাড়িটির ইলেকট্রিক ভ্যারিয়েন্ট নিয়ে পরে উচ্চবাচ্চ করেনি তারা৷ এদিকে ২০২০-এর অটো এক্সপোতে আত্মপ্রকাশ করেছিল eXUV300৷ সংস্থা তখন জানিযেছিল, এর ইলেকট্রিক মোটরের আউটপুট ৩০০ কিলোমিটার৷ মোটরে শক্তি আসবে একটি ৪০ কিলোওয়াট মোটরের ব্যাটারি প্যাক থেকে, যা একচার্জে ৩০০ কিমি অব্দি দৌড়তে পারবে৷

মাহিন্দ্রা গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অনিশ শাহ বলেছেন, এখন থেকে তারা বিদ্যুৎচালিত তিন ও চার চাকা গাড়ির বাজারে বিশেষ গুরুত্ব দেবে৷ কোন কোন পণ্য আনার পরিকল্পনা করছে সংস্থা, সেই নিয়ে খুব শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে৷ আবার মাহিন্দ্রার ইঙ্গিত, তাদের পেট্রোলচালিত কয়েকটি গাড়ির ব্যাটারিচালিত ভার্সনও বাজারে আসবে৷ অর্থাৎ সুদূর ভবিষ্যতে e-KUV100 লঞ্চ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল৷

প্রসঙ্গত, মাহিন্দ্রা গোষ্ঠী গত বছর ঘোষণা করেছিল, তারা আগামী ৭ বছরের মধ্যে ভারতে ১৬টি বৈদ্যুতিক যানবাহন আনবে৷ তার মধ্যে ৮টি এসইউভি ও ৮টি হালকা বাণিজ্যিক গাড়ি৷ বর্তমানে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে চালকের আসনে টাটা৷ তাছাড়া এই ধরনের গাড়ির বাজারে অংশীদারিত্ব বাড়াচ্ছে হুন্ডাই এবং এমজি৷ ফলে এখন থেকেই বাজার ধরতে মাহিন্দ্রার তৎপরতা দেখানো স্বাভাবিক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল৷

সঙ্গে থাকুন ➥