KKR vs MI: বৃষ্টিভেজা ম্যাচে সেভাবে টিকল না নাইট ব্রিগেড, হার্দিকদের সামনে‌ লক্ষ্য মাত্র ১৫৮

Updated on:

Kolkata Knight Riders set 158 runs target infront of Mumbai Indians at eden gardens ipl 2024

আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর ৬০ তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স (Kolkata Knight Riders vs Mumbai Indians)। এটি এই মরশুমের দুই বিপক্ষের মধ্যে দ্বিতীয় ম্যাচ। আর এই ম্যাচে আরও একবার টস হারতে দেখা যায় নাইট অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের সিদ্ধান্ত মতো প্রথমে ব্যাট করতে হয় কেকেআরকে। এদিকে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরী হওয়ায় ৪ ওভার কমিয়ে ১৬ ওভারে ম্যাচটি খেলানো হয়।

আজ প্রথমে ব্যাট করতে নেমে কেকেআরের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই ফিল সল্ট ছক্কা হাঁকিয়ে শুরু করলেও, ওই ওভারেই নুয়ান থুশারার বলে মাত্র ৬ রান করে আউট হয়ে যান। পরের ওভারেই জসপ্রীত বুমরাহ-র (Jasprit Bumrah) প্রথম বলেই আউট হয়ে যান সুনীল নারিন। আজ শূন্য রানে ফিরতে হয় তাকে। এরপর ক্রিজে বেশ কিছুটা সময় কাটান ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) এবং কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

তবে শ্রেয়াস আইয়ার মাত্র ৭ রানে অংশুল কম্বোজের বলে আউট হয়ে যান। পরবর্তী ব্যাটার হিসাবে ভেঙ্কটেশের সাথ দিতে ক্রিজে আসেন কেকেআরের সহ-অধিনায়ক নিতীশ রানা (Nitish Rana)। চোটের কারণে প্রায় ১০ ম্যাচ পর ফিরেছেন তিনি। আর ফিরে ফিরেই ভক্তদের নিরাশ করেননি তিনি। শ্রেয়াস আউটের পর ভেঙ্কটেশ এবং নিতীশ মিলে ওই পরিস্থিতিতে ৩৭ রানের মূল্যবান পার্টনারশিপ করেন। এরপর ভেঙ্কটেশ ২১ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে পীযূষ চাওলার (Piyush Chawla) শিকার হন।

এরপর এখান থেকে নিতীশ রানা এবং আন্দ্রে রাসেল মিলে দলকে সম্মানজনক রানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তবে নিতীশ ২৩ বলে ৩৩ রান করে দূর্ভাগ্যবশত রানআউট হয়ে যান। এখান থেকেই আবার সমস্যার মুখে পড়ে কেকেআর। অন্যদিকে রিঙ্কু সিং ক্রিজে এসে এসে হাত খুললেও, রাসেল বড় শট খেলতে গিয়ে চাওলার বলে উইকেট দিয়ে আসেন। ১৪ বলে ২৪ রান করে ফেরেন তিনি। এই পরিস্থিতি থেকে সম্পূর্ণ দায়িত্ব ছিল রিঙ্কু সিং এবং রমনদীপ সিংয়ের ওপর। শেষ ওভারে রিঙ্কুও ১২ বলে ২০ রান করে বুমরাহ-র শিকার হন। তবে শেষমেষ রমনদীপ সিংয়ের ৮ বলে ১৭ রানের ইনিংসের ভিত্তিতে ১৬ ওভার শেষে ১৫৭ রানে শেষ করে কেকেআর।

স্কোরকার্ড:

কলকাতা নাইট রাইডার্স: ১৫৭/৭ (১৬ ওভার)

ভেঙ্কটেশ আইয়ার: ৪২(২১)

সঙ্গে থাকুন ➥