Micromax IN 2B বড় ডিসপ্লে ও লম্বা ব্যাটারি লাইফের সাথে আসছে, স্পেসিফিকেশন ফাঁস হল

Avatar

Published on:

আগামী ৩০ জুলাই নতুন বাজেট স্মার্টফোন নিয়ে ভারতীয় বাজারে হাজির হচ্ছে Micromax। ভারতীয় সংস্থাটি ইতিমধ্যেই ঘোষণা করেছে, সে দিন লঞ্চ হতে চলা তাদের স্মার্টফোনের ইউএসপি লম্বা ব্যাটারি লাইফ এবং স্মুদ পারফরম্যান্স। এছাড়া ডিভাইসটির অফিসিয়াল মার্কেটিং নাম বা স্পেসিফিকেশন নিয়ে মন্তব্য করতে নারাজ তারা। তবে জুলাইয়ের শেষ দিনে লঞ্চ হতে চলা স্মার্টফোনের নাম Micromax IN 2B হবে বলেই টেকমহল মনে করছে।

এর আগে গিকবেঞ্চে Micromax IN 2B স্পট করা হয়েছিল। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটি থেকে ফোনটির ব্যাপারে অল্পবিস্তর তথ্য উঠে আসে। এবার টিপস্টার যোগেশের সঙ্গে জোট বেঁধে প্রাইসবাবা ডিভাইসটির স্পেসিফিকেশন লিক করেছে। যোগেশের দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ জুলাই IN 2B নামে Micromaxএকটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Micromax IN 1B-এর সাক্সেসর হিসেবে এটি আসবে এবং এতে এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন থাকবে। একনজরে দেখে নেওয়া যাক সেগুলি।

Micromax IN 2B স্পেসিফিকেশন

ফাঁস হওয়া তথ্য অনুসারে মাইক্রোম্যাক্স ইন ২বি ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে আসবে। এতে এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট থাকবে। ফোনের অভ্যন্তরে ইউনিসক টি৬১০ প্রসেসর দেওয়া হবে। সেইসঙ্গে এটি ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টে আসবে।

মাইক্রোম্যাক্স ইন ২বি স্মার্টফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে – ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা + ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সেলফি তোলার জন্য ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্টি ফেসিং ক্যামেরা থাকবে।

মাইক্রোম্যাক্স ইন ২বি অ্যান্ড্রয়েড ১১ সফটওয়্যারে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

অর্থাৎ, মাইক্রোম্যাক্স ইন ১বি-এর মতো মাইক্রোম্যাক্স ইন ২বি একই স্পেসিফিকেশনের সাথে আসছে। অদলবদল বলতে ইউনিসক টি৬১০ প্রসেসরের অর্ন্তভুক্তি। মাইক্রোম্যাক্স ইন ১বি হেলিও জি৩৫ প্রসেসর-সহ লঞ্চ হয়েছিল। সেখানে এর চেয়ে ডাউনগ্রেড প্রসেসরের সাথে আসছে মাইক্রোম্যাক্স ইন ২বি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥