Moto G31 নভেম্বরের শেষে ১৫ হাজার টাকার মধ্যে ভারতে আসছে, থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Avatar

Published on:

খুব সম্প্রতি বিশ্ববাজারে লঞ্চ হওয়া Moto G সিরিজের বেশ কিছু ফোন ভারতে লঞ্চ করার জন্য মোটোরোলা তোড়জোড় শুরু করেছে৷ তার মধ্যে এখানে সবার প্রথমে আত্মপ্রকাশ করতে পারে Moto G31৷ ইউরোপের বাজারে ডিভাইসটির মূল্য সম্পর্কে আমরা ইতিমধ্যেই ওয়াকিবহল৷ এখন ভারতে ফোনটির মূল্য কত হতে পারে, একটি নতুন রিপোর্টে তা জানানো হয়েছে। পাশাপাশি Moto G31 নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে এদেশে আসবে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। উল্লেখ্য, Moto G200, Moto G71, Moto G51, ও Moto G41-এর সাথে গত ১৮ নভেম্বর ইউরোপে ফোনটির আত্মপ্রকাশ ঘটেছিল।

মোটো জি৩১ দাম (Moto G31 Price)

৯১মোবাইলসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোটো জি৩১-এর দাম ভারতে ১৪,৯৯৯ টাকা থেকে শুরু হবে৷ এটি ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভার্সনের দাম৷ এছাড়া ফোনটি আর কোনও স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে কি না, তা অজানা৷ প্রসঙ্গত, ইউরোপে ফোনটি ১৯৯.৯৯ ইউরো‌ (প্রায় ১৬,৭০০ টাকা) থেকে পাওয়া যায়।

মোটো জি৩১ স্পেসিফিকেশনস ও ফিচার্স (Moto G31 Specifications & Features)

মোটো জি৩১ ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ (১০৮০×২৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে সহযোগে এসেছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও অফার করবে। ফোনের অভ্যন্তরে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট দেওয়া হয়েছে৷ এটি ৪ জিবি পর্যন্ত র‌্যাম, ও ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ কমফিগারেশনে এসেছে৷

Moto G31-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও সামনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। মোটো ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ, এটি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে৷

সঙ্গে থাকুন ➥