Moto Guzzi V100 Mandello: নতুন ইঞ্জিনের সঙ্গে আসছে এই স্পোর্টিং লুকের বাইক

Avatar

Published on:

করোনা আবহে মানুষের জীবনে বিপর্যয়ের পাশাপাশি বিভিন্ন শিল্পতালুকগুলিতেও তার আঁচ লেগেছে। হরেক দ্রব্যের উৎপাদন তো বটেই এমনকি সেই সব জিনিস বাজারে নিয়ে আসতেও বেগ পেতে হচ্ছে। বিখ্যাত ইতালিয়ান মোটরসাইকেল কোম্পানি Moto Guzzi র ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। পেছাতে হয়েছে তাদের তৈরি নতুন V100 Mandello মডেলের লঞ্চের দিনক্ষণ। যদিও সকল ঝড়ঝাপটা কাটিয়ে আগামী নভেম্বর মাসে মিলানের বিখ্যাত EICMA মোটর শো-তে এই বাইক দেখানো হবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। তবে তার আগেই কোম্পানির ১০০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে V100 Mandello-এর উপর থেকে পর্দা সরানো হয়েছে৷

V100 Mandello ইঞ্জিন স্পেসিফিকেশন

V100 Mandello বাইকটিতে থাকছে ৯০ ডিগ্রীর বিন্যাসে ভি-টুইন ইঞ্জিন। সাথে রয়েছে ফরোয়ার্ড ফেসিং এগজস্ট পোর্ট। নতুন এই ইঞ্জিনটি ৯৬ এমএম বোর ও ৭২ এমএম স্ট্রোক ব্যবহার করে৷ এটি ১১০-১২০ বিএইচপি শক্তি উৎপন্ন করবে বলে আশা করা হচ্ছে৷

V100 Mandello-কে স্পোর্টস ট্যুরারের বিভাগেই ফেলা যায়৷ বাইকটির বডি প্যানেলে সুন্দর গ্রাফিক্স থাকছে। তাছাড়া বাইকটির সামনে অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন থাকছে, যা বাইকটিকে আরো বেশি স্পোর্টি লুক দিয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির ব্রেম্বো ব্রেক ক্যাপিলার্স এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে এতে। তবে বাইকটি সম্পর্কে বিশেষ কিছু জানায়নি মোটো গুজ্জি। লঞ্চের দিনই এর স্পেসিফিকেশন সম্পর্কে সম্পূর্ণ তথ্য সামনে আনা হবে‌।

এ বছরের মার্চ মাসে কোম্পানির শতবর্ষ উদযাপন পালনের দিনই তাদের তৈরি নতুন বাইক V100 Mandello এর মডেলটি লঞ্চ করার কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। পরবর্তীতে আগামী বছর অর্থাৎ ২০২২ এর মার্চ পর্যন্ত সেই উদযাপন পেছানো হলেও, এ বছরের নভেম্বরেই ইতালির মিলানে বিখ্যাত মোটরসাইকেল ইভেন্ট EICMA তে V100 Mandello মডেলটি সামনে‌ আনা হবে। ইতিমধ্যেই কোম্পানির তরফে বাইকটির ছবিসহ তার কিছু স্পেসিফিকেশন উন্মোচন করা হয়েছে। নভেম্বরের ২৩ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলবে এই বাইক ইভেন্ট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥