Moto X30 Pro: বিশ্বের প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন লঞ্চ করল Motorola, দাম কত দেখে নিন

Avatar

Published on:

moto-x30-pro-launched-price-words-first-200-megapixel-camera-smartphone-specifications-features

আজ, ১১ আগস্ট অবশেষে হোম মার্কেট চীনে মোটোরোলার বহুল প্রত্যাশিত লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে। এই ইভেন্টে সংস্থা তাদের তিনটি নতুন প্রিমিয়াম গ্রেডের স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরিয়েছে, যার মধ্যে লেটেস্ট ফ্ল্যাগশিপ মডেল, Moto X30 Pro-ও অন্তর্ভুক্ত রয়েছে৷ উল্লেখযোগ্যভাবে, এই ডিভাইসটি পৃথিবীর সর্বপ্রথম ২০০ মেগাপিক্সেলের ক্যামেরার স্মার্টফোন হিসেবে বাজারে পা রেখেছে। এছাড়াও, এতে রয়েছে ১৪৪ হার্টজের ফুল-এইচডি+ ডিসপ্লে এবং Snapdragon 8+ Gen 1 প্রসেসর, সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন Moto X30 Pro-এর দাম, ডিজাইন, ফিচার এবং সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

মোটো এক্স৩০ প্রো-এর মূল্য (Moto X30 Pro Price)

মোটো এক্স৩০ প্রো একটি প্রিমিয়াম গ্রেডের হ্যান্ডসেট হলেও, এটি গ্রাহকদের পকেটে চাপ ফেলবে না। এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৭০০ টাকা)। আবার ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং হাই-এন্ড ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে ৪,১৯৯ ইউয়ান (প্রায় ৪৯,৬০০ টাকা) এবং ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৩,১৫০ টাকা) নির্ধারণ করা হয়েছে। আকর্ষণীয় বিষয়টি হল, মোটোরোলা এই স্মার্টফোনটিকে একটি উন্মোচনী দামের সাথে বাজারে এনেছে, যেখানে প্রতিটি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২০০ ইউয়ান (প্রায় ২,৩৬৫ টাকা) সস্তায় মিলবে। যদিও, ডিভাইসটি কবে থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে, তা এখনও প্রকাশ করেনি সংস্থা।

মোটো এক্স৩০ প্রো-এর ডিজাইন (Moto X30 Pro Design)

আনুষ্ঠানিক লঞ্চের আগেই, সংস্থার তরফে মোটো এক্স৩০ প্রো-এর সম্পূর্ণ ডিজাইনটি প্রকাশ করা হয়। ফোনটির রিয়ার প্যানেলের উভয় পাশে কার্ভড দেখা যাবে। এতে একটি বড় ক্যামেরা মডিউল অবস্থান করছে, যার মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীয়ভাবে স্থাপিত পাঞ্চ-হোল কাটআউট বর্তমান। মোটো এক্স৩০ প্রো-এর ডানদিকে পাওয়ার বাটন এবং একটি ভলিউম রকার উপস্থিত রয়েছে। আর হ্যান্ডসেটটির নীচে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি স্পিকার গ্রিল এবং সিম স্লট দেখা যাবে।

মোটো এক্স৩০ প্রো-এর স্পেসিফিকেশন (Moto X30 Pro Specifications)

মোটো এক্স৩০ প্রো-এ ৬.৭৩ ইঞ্চির পোলড ডিসপ্লে রয়েছে, যা একটি ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট অফার করে। উল্লেখযোগ্যভাবে, এই প্যানেলের দুই পাশে কার্ভড এজ রয়েছে, যা আজকাল খুব একটা দেখতে পাওয়া যায়না। এই প্যানেলটি চারদিক থেকে স্লিম বেজেল দ্বারা বেষ্টিত। এক্স৩০ প্রো ফ্ল্যাগশিপ ফোনটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত। ফোনটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ ইন-বিল্ট স্টোরেজের সাথে পাওয়া যাবে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।

ক্যামেরার ক্ষেত্রে, Motorola Moto X30 Pro বিশ্বের প্রথম স্মার্টফোন, যা ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আত্মপ্রকাশ করেছে। এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে অবস্থিত প্রাইমারি সেন্সরটি সামসাং আইএসওসেল এইচপি১ ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, যার আকার ১/১.২২ ইঞ্চি। এই লেন্সটিতে অত্যাধুনিক ক্যামেলিয়ন সেল টেকনোলজিও রয়েছে, এটি একটি পিক্সেল বিনিং প্রযুক্তি যা পরিবেশের ওপর নির্ভর করে টু বাই টু, ফোর বাই ফোর বা ফুল পিক্সেল লেআউট ব্যবহার করে থাকে।

আবার, নয়া X30 Pro একটি ফুল আরএডাব্লিউ (RAW) ডোমেন প্রাইমারি কালার ভিশন এবং সমস্ত ক্যামেরা সেন্সরের জন্য নেটিভ সাপোর্ট নিয়ে এসেছে। এমনকি প্রধান সেন্সরটি ফিল্ড-অফ-ভিউয়ের ন্যূনতম ক্ষতি করে ৮কে রেজোলিউশনে ৩০ ফ্রেম পার সেকেন্ড (fps) রেটে ভিডিও রেকর্ডিং করতে পারে। এছাড়াও, Moto X30 Pro-এর ক্যামেরা সেটআপের মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Moto X30 Pro-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর মাধ্যমে, মাত্র ৭ মিনিটে ডিভাইসটির ৫০ শতাংশ এবং মাত্র ১৯ মিনিটে ১০০ শতাংশ চার্জ পূর্ণ করা সম্ভব। এমনকি এটি ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিংও সাপোর্ট করে।

সঙ্গে থাকুন ➥