Motorola ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, আসছে Android 12 আপডেট

Avatar

Published on:

আপনি যদি Motorola-র স্মার্টফোন ব্যবহার করেন তাহলে আপনার জন্য সুখবর। কারণ Motorola-র তরফে ঘোষণা করা হয়েছে, তাদের ২৫ টিরও বেশি স্মার্টফোনে Android 12 আপডেট রোল আউট করা হবে। এই ফোনগুলির তালিকায় নতুন মডেলের পাশাপাশি একাধিক পুরোনো মডেলও অন্তর্ভুক্ত রয়েছে। সংস্থা আরও জানিয়েছে, তারা ফেব্রুয়ারি ২০২২ থেকে এই স্মার্টফোনগুলিতে Android 12 আপডেট পোঁছে দেওয়ার কাজ শুরু করবে।

নতুন আপডেট আসার পর ব্যবহারকারীরা যে পরিবর্তনগুলি লক্ষ্য করবেন, সে সম্পর্কে মোটোরোলা একটি ব্লগ পোস্টে বিশদে বর্ণনা করেছে। সংস্থাটি জানিয়েছে যে, নতুন অ্যান্ড্রয়েড ১২ আপডেট ব্যবহারকারীদের এক দুর্দান্ত এক্সপেরিয়েন্স প্রদান করবে। অ্যাডভান্সড কালার এক্সট্রাকশন অ্যালগোরিদম ব্যবহার করে এখন ইউজাররা নোটিফিকেশন, সেটিংস, উইজেট, এবং এমনকি অ্যাপ নির্বাচন সহ তাদের স্মার্টফোনটিকে পার্সোনালাইজ করে সেটির সম্পূর্ণ চেহারায় এক আমূল পরিবর্তন আনতে পারবেন।

স্মার্টফোনের সম্পূর্ণ রদবদলের সঙ্গে মানানসই ওয়ালপেপারও ইউজাররা সেট করতে পারবেন। মোটোরোলা জানিয়েছে যে, ব্যবহারকারীরা হোম স্ক্রিন মেনু থেকে Personalize বিকল্পটি অ্যাক্সেস করতে পারবেন, তারপর ফন্ট স্টাইল এবং সাইজ, কালার, আইকন শেপ এবং লেআউট, ডিভাইসের সাউন্ড, ডিসপ্লে সাইজ, এবং ওয়ালপেপার আলাদা করে পরিবর্তন করার সুযোগ পাবেন। তাহলে চলুন, কোন মোটোরোলা স্মার্টফোনগুলি এই নতুন আপডেট পাবে দেখে নেওয়া যাক।

যে সকল Motorola স্মার্টফোনগুলি Android 12 আপডেট পাবে তার সম্পূর্ণ তালিকা

  • razr 5G
  • razr 2020
  • motorola edge 20 pro
  • – motorola edge 20
  • motorola edge 20 lite
  • – motorola edge 20 fusion
  • motorola edge (2021)
  • – motorola edge 5G UW
  • motorola edge plus
  • – motorola one 5G ace
  • motorola one 5G UW ace
  • – moto g200 5G
  • moto g71 5G
  • – moto g51 5G
  • moto g41
  • – moto g31
  • moto g100
  • – moto g60s
  • moto g60
  • – moto g50 / moto g50 5G
  • moto g40 fusion
  • – moto g30
  • moto g power (2022)
  • – moto g pure
  • moto g stylus 5G

বিজনেস এডিশন ফোন

  • moto g pro
  • – motorola edge (2021)
  • motorola edge 20
  • – motorola edge 20 lite
  • motorola edge 20 fusion

জানিয়ে রাখি, Android 12 আগের ভার্সনগুলির তুলনায় অনেক ফাস্ট পারফরম্যান্স অফার করবে। ইউজাররা একটি Android 12 ডিভাইস হাতে নেওয়ার মুহূর্ত থেকে অনুভব করতে পারবেন যে এটি কীভাবে প্রতিটি ট্যাপ, সোয়াইপ এবং স্ক্রোলের মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে উঠছে। এছাড়াও, Android 12 মাইক্রোফোন এবং ক্যামেরা ইন্ডিকেটরের কার্যকারিতায় কিছু পরিবর্তন নিয়ে আসবে। নতুন এই অপারেটিং সিস্টেমটি Apple-এর মতো একটি মাইক্রোফোন ইন্ডিকেটর সহ এসেছে। কোনো অ্যাপ্লিকেশন যদি ডিভাইসের ক্যামেরা, মাইক্রোফোন কিংবা লোকেশন ব্যবহার করে, তবে নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারী খুব সহজেই সে সম্পর্কে অবগত হবেন। এক্ষেত্রে ইন্ডিকেটর, স্ট্যাটাস বারগুলির শীর্ষে ডানদিকে সবুজ আলোর মাধ্যমে পপ-আপ সংকেত প্রেরণের দ্বারা ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করবে।

সঙ্গে থাকুন ➥