Mototola Moto G22: এবার সস্তা ফোন লঞ্চ করবে মোটোরোলা, থাকবে মিডিয়াটেক-এর প্রসেসর

Avatar

Published on:

ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোন লঞ্চ করার পর এবার পুনরায় বাজেট রেঞ্জে নতুন মডেল নিয়ে আসতে চলেছে মোটোরোলা (Motorola)৷ ডিভাইসটির নাম Moto G22৷ এর আগে Moto G21 বলে কোনও স্মার্টফোন বাজারে আসেনি৷ এতএব, নাম শুনেই অনুমান, Moto G22 আসলে গত বছর লঞ্চ হওয়া Moto G20-এর আপগ্রেড ভার্সন৷

Moto G22 ফোনকে বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে স্পট করা হয়েছে৷ গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, এই হ্যান্ডসেটে MedaTek Helio P35 প্রসেসর দেওয়া হবে৷ বেঞ্চমার্ক টেস্টিংয়ের জন্য যে ভ্যারিয়েন্ট ব্যবহার করা হয়েছে তাতে ৪ জিবি র‌্যাম আছে৷ তবে এর চেয়েও বেশি বা কম র‌্যামের সাথে আরও ভ্যারিয়েন্ট থাকবে বলে আশা করা যায়৷

Moto G22 ফোনে এন্ট্রি-লেভেল প্রসেসর রয়েছে৷ যে কারণে এটি গিকবেঞ্চের সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ১৭০ ও ৯১২ পয়েন্ট স্কোর করেছে৷ সবশেষে এতে অ্যান্ড্রয়েড ১২ প্রি-ইনস্টলড রয়েছে৷ মোটো জি২২ সম্পর্কে আপাতত এই তথ্যগুলি সামনে এসেছে৷

উল্লেখ্য, Moto G20 গত বছর ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, Unisoc T710 প্রসেসর, ৪৮+৮+২+২ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, রিয়ার ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ও ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে লঞ্চ হয়েছিল৷

সঙ্গে থাকুন ➥