১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসছে Nokia 8.3 5G এর আপগ্রেড ভার্সন Nokia G10

Avatar

Published on:

Nokia স্মার্টফোন নির্মাতা HMD Global বেশ কয়েকটি সস্তা 5G ফোনের উপর কাজ শুরু করেছে। এর মধ্যে একটি ফোন হবে Nokia 8.3 5G এর উত্তরসূরী। যদিও ফোনটির সঠিক লঞ্চ ডেট এখনো জানা যায়নি, তবে নতুন একটি রিপোর্টে ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন ও প্রসেসর সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে ফোনটির নাম Nokia 8.4 5G এর পরিবর্তে Nokia G10 হতে পারে, যাকে সম্প্রতি মালয়েশিয়ার সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

Nokia 8.3 5G এর উত্তরসূরীর স্পেসিফিকেশন, ফিচার

রিপোর্টে বলা হয়েছে, নোকিয়া ৮.৩ ৫জি এর আপগ্রেড ভার্সনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৫ প্রসেসর থাকবে। আবার পিছনে থাকবে পেন্টা ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা হবে ১০৮ মেগাপিক্সেল। যদিও এর ক্যামেরা সেন্সর জানা যায়নি। সেক্ষেত্রে আমাদের অনুমান এটি স্যামসাংয়ের নতুন ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর হতে পারে।

আপনাকে জানিয়ে রাখি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৫ প্রসেসর এখনও লঞ্চ হয়নি। স্বাভাবিক ভাবে এই প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৬৫জি এর আপগ্রেড ভার্সন হবে। মনে করা হচ্ছে এটি গেমিং সেন্ট্রিক প্রসেসর হবে।

এদিকে Nokia G10 ফোনটি কে কিছুদিন আগে মালয়েশিয়ার সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গেছে এই ফোনে থাকবে ৬.৫ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লেতে কোম্পানির PureDisplay V4 টেকনোলজি ব্যবহার করা হবে। আবার এই ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥