Oppo Reno 6 Pro দুর্দান্ত ফিচার সহ শীঘ্রই বাজারে আসছে, পেল গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন

Avatar

Published on:

মাস চারেক আগে Oppo, চীনে Reno 5 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছিল৷ যার পর থেকেই Reno 5-এর উত্তরসূরী Reno 6 সিরিজ নিয়ে চর্চা শুরু হয়৷ জানা গেছে এই নতুন সিরিজে থাকবে তিনটি স্মার্টফোন-  Reno 6, Reno 6 Pro, ও Reno 6 Pro+৷ ইতিমধ্যেই এই ফোনগুলি কে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আজ এই সিরিজের Reno 6 Pro ফোনটিকে মালয়েশিয়ার SIRIM সাইটে খুঁজে পাওয়া গেল। SRIM সার্টিফিকেশন সাইটে লিস্টেড হওয়ার অর্থ ডিভাইসটি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে৷

মালয়েশিয়ার SRIM সার্টিফিকেশন সাইটে অপ্পো রেনো ৬ প্রো CPH2247 মডেল নম্বর সহ স্পট করা হয়েছে৷ টিপস্টার মুকুল শর্মা তাঁর টুইটে লিস্টিংয়ের বিষয়ে জানিয়েছেন৷ SRIM-এর ছাড়পত্র পাওয়ার অর্থ অপ্পো স্মার্টফোনটি চিনের বাইরে লঞ্চ করতে পারে৷ উল্লেখ্য, রেনো ৬ প্রো কে আগে EEC সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল৷

Oppo Reno 6 Pro সম্পর্কে বেশ কিছু তথ্য ইতিমধ্যে  সামনে এসেছে৷ এতে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার হবে বলে জল্পনা চলছে৷ আবার এর ডিসপ্লে রিফ্রেশ রেট  ৯০ হার্টজ বা ১২০ হার্টজ হবে৷ রেনো ৬ প্রো সর্বোচ্চ ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে৷

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছিল, অপ্পো রেনো ৬ সিরিজ প্রত্যেকটি স্মার্টফোনেই পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার প্রাইমারি ক্যামেরা হিসেবে ফোনগুলিতে সনি IMX789 সেন্সর দেখা যেতে পারে৷

এই সিরিজের অপ্পো রেনো ৬ স্মার্টফোনটি ডাইমেনসিটি ১২০০ চিপসেট ও ৯০ হার্টজ ডিসপ্লে সহ আসবে৷ আবার অপ্পো রেনো ৬ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ভ্যারিয়েন্ট রেনো ৬ প্রো প্লাস স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সঙ্গে আসতে পারে বলে জল্পনা রয়েছে৷

অন্যদিকে, ithome-এর রিপোর্টে বলা হয়েছিল, অপ্পো আগামী ২২ মে ধুমধাম করে চীনে একটি ইভেন্টের আয়োজন করার পরিকল্পনা করছে৷ আর অপ্পো ওই দিন রেনো ৬ সিরিজের ঘোষণা করতে পারে৷ যদিও অপ্পোর তরফ থেকে অফিসিয়াল ভাবে এই দাবির সত্যতা স্বীকার করা হয়নি৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥