Electric Vespa কবে ভারতে আসবে? লঞ্চের দিনক্ষণ প্রসঙ্গে যা জানাল Piaggio

Avatar

Published on:

ইতালীয় সংস্থা Piaggio এবার ইলেকট্রিক স্কুটার তৈরির কাজে হাত লাগিয়েছে। Aprilia ও Vespa স্কুটারের মডেল দুটির মালিকানাধীন সংস্থা হল Piaggio। তারা উল্লেখিত মডেল দুটি বিশেষত ভারতের বাজারকে লক্ষ্য করেই নিয়ে আসতে চলেছে। সব ঠিকঠাক চললে ২০২৩-২৪ অর্থবর্ষে বাজারে পা রাখবে স্কুটার দুটি।

পিয়াজিয়ো (Piaggio)-র ম্যানেজিং ডিরেক্টর দিয়েগো গ্রাফি (Diego Graffi) জানিয়েছেন, আগামী ১৮-২৪ মাসের মধ্যে ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার দুটি লঞ্চ করতে চলেছে সংস্থাটি। উল্লেখ্য, এদেশে ইতিমধ্যেই তিন চাকার বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে ইতালীয় সংস্থাটি। হালে তারা বৈদ্যুতিক স্কুটার বিক্রিতে দৃষ্টি নিক্ষেপ করেছে। গ্রাফি বলেছেন, আসন্ন ইলেকট্রিক স্কুটারগুলি অত্যাধুনিক ফিচার দ্বারা সমৃদ্ধ হয়েই আসবে।

এপ্রিলিয়া (Aprilia) ও ভেসপা (Vespa)-র বিশেষত ভারতের মডেল দুটিতে ব্যাটারি সোয়াপিং এবং পোর্টেবল ব্যাটারি প্রযুক্তির সুবিধা উপলব্ধ রাখবে প্রস্তুতকারী সংস্থাটি। যাতে Ather 450X, Ola S1 ইত্যাদি স্কুটারগুলির সাথে তাদের মডেলটি জোরদার টক্কর নিতে পারে।

অন্যদিকে, Piaggio-র তরফে জানানো হয়েছে, ভারতের মতো একটি দামের বিষয়ে অতি সংবেদনশীল দেশে Aprilia ও Vespa স্কুটার দুটির মূল্য যতটা সম্ভব কম রাখার চেষ্টা করবে তারা।

সঙ্গে থাকুন ➥