ধামাকাদার এন্ট্রি নেবে Realme 9 সিরিজ, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন কবে, কত দামে লঞ্চ হবে জানুন

Avatar

Published on:

স্মার্টফোন বাজারে Realme এখন এক জনপ্রিয় নাম। কোম্পানিটি প্রায় প্রতি মাসেই নতুন নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসে। চলতি বছরে ইতিমধ্যেই Realme 8 সিরিজের আগমন ঘটেছে। এখন চীনা ব্র্যান্ডটি এই সিরিজের উত্তরসূরী Realme 9 নিয়ে কাজ শুরু করেছে বলে কয়েকজন টিপস্টার দাবি করলেন। পাশাপাশি তারা এই সিরিজের ফোনের রেন্ডার সহ লঞ্চের সময় সামনে এনেছেন।

Realme 9 ও Realme 9 Pro সেপ্টেম্বরে লঞ্চ হবে

টিপস্টাররা বলেছেন, রিয়েলমি ৯ সিরিজে দুটি ফোন থাকবে, যেগুলি হল রিয়েলমি ৯ ও রিয়েলমি ৯ প্রো। এই সিরিজ চলতি বছরের সেপ্টেম্বরে লঞ্চ হবে।

Realme 9 সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

টিপস্টাররা রিয়েলমি ৯ সিরিজের যে রেন্ডার ফাঁস করেছেন, তা দেখে বলা যায় এই সিরিজের ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক থাকবে। রিয়েলমি ৯ প্রো ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হতে পারে।

এছাড়া Realme 9 Pro ফোনটি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ২৫৫ জিবি পর্যন্ত স্টোরেজ ও ৬.৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হবে বলে টিপস্টার দাবি করেছেন।

Realme 9 সিরিজের দাম

আমাদের অনুমান রিয়েলমি ৯ সিরিজ ২০,০০০ টাকার রেঞ্জে লঞ্চ হবে। এই সিরিজে 4G ও 5G ফোন থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥