Realme C35 ভারত-সহ এশিয়ার বিভিন্ন দেশে লঞ্চ হবে, অনুমোদন জোগাড় করে ফেলল

Avatar

Published on:

রিয়েলমি অফিসিয়ালি না বললেও বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে সংস্থাটি তাদের C সিরিজের দু’টি নতুন হ্যান্ডসেটের উপরে কাজ শুরু করেছে৷ ফোনগুলি নাম Realme C31 ও Realme C35৷ মডেল নম্বর যথাক্রমে RMX3501 এবং RMX3511৷ সম্প্রতি RMX3511 অর্থাৎ Realme C35 গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে স্পট করা হয়েছিল৷ এখন লেটেস্ট রিপোর্ট বলছে, Realme C35 লঞ্চ করার জন্য বিভিন্ন ছাড়পত্র জোগাড়ের কাজ সম্পূর্ণ করে ফেলেছে রিয়েলমি৷

টিপস্টার অভিষেক যাদবের শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে, বিভিন্ন দেশের সার্টিফিকেশন পোর্টালে Realme C35-এর উপস্থিতি৷ স্মার্টফোনটি থাইল্যান্ডের এনবিটিসি, ভারতের বিআইএস, ইন্দোনেশিয়ার এসডিপিপিআই, এবং চীনের 3C কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে৷

সার্টিফিকেশন সাইটগুলির লিস্টিং থেকে Realme C35 সম্পর্কে সামান্য কিছু তথ্য সামনে এসেছে৷ যেমন রিয়েলমি সি৩৫ ফোর-জি কানেক্টিভিটির সাথে আসবে৷ ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি অজানা৷ তবে এটি ৫,০০০ এমএএইচ হবে বলেই অনুমান৷ এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে৷

উল্লেখ্য, গিকবেঞ্চের লিস্টিং থেকে জানা গিয়েছিল, ইউনিসক টি৬১৬ প্রসেসর, ৪ জিবি র‌্যাম, এবং অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের সঙ্গে আসবে রিয়েলমি সি৩৫৷ এছাড়া ফোনটির অন্যান্য স্পেসিফিকেশনগুলি এখনও সামনে আসেনি৷

সঙ্গে থাকুন ➥