Realme GT Neo 2T, Realme Q3s, Realme Watch T1 আজ লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার জেনে নিন

Avatar

Published on:

Realme GT Neo 2T ও Realme Q3s স্মার্টফোন আজ লঞ্চ হতে চলেছে। পাশাপাশি Realme Watch T1 স্মার্টওয়াচের উপর থেকেও পর্দা সরানো হবে। Realme GT Neo 2T সদ্য ভারতে লঞ্চ হওয়া Realme GT Neo 2 এর আপগ্রেড ভার্সন হিসেবে আসবে, যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ও ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। আবার Realme Q3s ফোনে পাওয়া যেতে পারে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। অন্যদিকে Watch T1 হবে Realme-র চীনে লঞ্চ করা প্রথম স্মার্টওয়াচ।

Realme GT Neo 2T স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিয়েলমি জিটি নিও ২টি ফোনে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ থাকতে পারে।

আবার ফটোগ্রাফির জন্য Realme GT Neo 2T ফোনের পিছনে দেখা যেতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল‌ ম্যাক্রো সেন্সর। ফোনটি ৪,৫০০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি সহ আসবে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম সহ আসবে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১।

Realme Q3s দাম ও স্পেসিফিকেশন ( সম্ভাব্য)

রিয়েলমি কিউ৩এস ফোনের দাম রাখা হতে পারে ১,৯৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা ২৩,৩৭৮ টাকার সমান। এটি ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। এই স্মার্টফোনে ভেরিয়েবল রিফ্রেশ রেট সহ ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২,৪১২ পিক্সেল) এলটিপিএস এলসিডি ডিসপ্লে ও ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। আবার এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। ফোনের পিছনে দেখা যাবে ৪৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। রিয়েলমি কিউ৩এস আসতে পারে ৪,৮৮০ এমএএইচ ব্যাটারি সহ, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Realme Watch T1 স্মার্টওয়াচ

এটি ব্ল্যাক ও গ্রীন কালারে আসতে পারে। আবার Watch T1-এ দেখা যেতে পারে গোলাকার ডায়াল। এছাড়া অন্যান্য স্মার্টওয়াচের মতো এতে একাধিক ফিটনেস ফিচার থাকবে। শুধু তাই নয়, গুঞ্জন রয়েছে এতে ব্লুটুথ ভয়েস কলিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥