Realme V11s লঞ্চ হবে Dimensity 810 প্রসেসরের সঙ্গে, জাপান থেকে আসছে ডিসপ্লে

Published on:

গত ফেব্রুয়ারিতে রিয়েলমির 5G বাজেট স্মার্টফোন হিসেবে Realme V11 বাজারে এসেছিল৷ এবার এই ডিভাইসটির আপগ্রেড ভার্সন লঞ্চ হতে চলেছে৷ গত সপ্তাহে এক চাইনিজ টিপস্টার ইঙ্গিত করেছিলেন, ঘরেলু মার্কেটের জন্য Realme V11s-এর উপরে কাজ করছে সংস্থাটি৷ এক সপ্তাহে বাদে এখন ওই টিপস্টারই Realme V11s-এর ব্যাপারে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য সামনে এনেছেন৷

টিপস্টারের দাবি, এলসিডি প্যানেলের সঙ্গে আসবে Realme V11s, যা এইচডি+ রেজোলিউশন অফার করবে৷ ফোনটির স্ক্রিন সরবরাহ করবে জাপান ডিসপ্লে নামে জাপানের এক কোম্পানি৷ পাওয়ার ব্যাকআপের জন্য Realme V11s-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে৷ এটি রিভার্স চার্জিং সাপোর্ট করবে৷

ডাইমেনসিটি ৮১০ প্রসেসর থাকবে রিয়েলমি ভি১১এস স্মার্টফোনে, যা স্ন্যাপড্রাগন ৭৬৮জি প্রসেসরের সমান পারফরম্যান্স দেবে৷ উল্লেখ্য, রিয়েলমি ভি১১ ৫জি এসেছিল ডাইমেনসিটি ৭০০ প্রসেসরের সাথে৷ সুতরাং, অরিজিনাল রিয়েলমি ভি১১ ৫জি-এর চেয়ে আসন্ন রিয়েলমি ভি১১এস মাল্টি-টাস্কিং আরও ভাল ভাবে সামলাতে পারবে৷

ফোনটি কালো ও পার্পেল রঙে আসতে পারে৷ টিপস্টার আরও দাবি করেছেন, রিয়েলমি ভি১১এস ইতিমধ্যেই চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের থেকে অনুমোদন পেয়েছে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥