লঞ্চের আগেই Realme 7 Max এর অনবক্স ছবি প্রকাশ্যে, দাম ও ফিচার জেনে নিন

Avatar

Published on:

রিয়েলমি চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ মে, Realme X7 Max ও Realme Smart TV লঞ্চ করবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে৷ যদিও দুটি প্রোডাক্ট সম্পর্কে কোম্পানির তরফে কিছু জানানো হয়নি। তবে Realme X7 Max ফোনটি মার্চে লঞ্চ হওয়া Realme GT Neo এর রিব্রান্ডেড ভার্সন হবে বলে জল্পনা রয়েছে। কিন্তু আজ অফিসিয়াল লঞ্চের আগেই রিয়েলমি কমিউনিটির একজন মডারেটর এক্স ৭ ম্যাক্স ফোনের আনবক্স করার ছবি শেয়ার করে বসলেন৷ আনবক্সিং ছবি থেকে কী কী তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

আনবক্সিং ছবিতে Realme X7 Max কে সাদা রঙের রিটেল বক্সে দেখা গিয়েছে। স্মার্টফোন ছাড়া রিটেল বক্সের মধ্যে থাকবে টিপিইউ কভার, কুইক স্টার্ট গাইড, সিম ইজেক্টর টুল, ৫০ ওয়াট ডার্ট চার্জার, এবং চার্জিং কেবল। কমিউনিটি মডারেটরের দাবি, অফিসিয়াল ভাবে ঘোষণা হওয়ার আগে তিনি প্রতিদিন Realme 7 Max নিয়ে আরও তথ্য শেয়ার করবেন।

Realme X7 Max-এর দাম ও কালার অপশন (সম্ভাব্য)

ভারতে রিয়েলমি এক্স৭ ম্যাক্স-এর দাম শুরু হবে ২৭,৯৯৯ টাকা থেকে। এটি স্মার্টফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম। আবার এটি ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যার দাম হবে ৩০,৯৯৯ টাকা। স্মার্টফোনটি ভারতে মার্কারি সিলভার, অ্যাস্টোরয়েড ব্ল্যাক, এবং মিল্কি ওয়ে কালার অপশনে পাওয়া যাবে।

Realme X7 Max এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

যেহেতু ফোনটি Realme GT Neo-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে জল্পনা রয়েছে, তাই দু’টি ফোনের স্পেসিফিকেশনের মধ্যে বিরাট কোন পার্থক্য থাকবে না বলে আশা করা যায়। সেক্ষেত্রে Realme X7 Max ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, Sony IMX682 প্রাইমারি সেন্সর যুক্ত ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ১১ ভিত্তিক Realme UI 2.0 ওএস থাকবে।

সঙ্গে থাকুন ➥