একগুচ্ছ নতুন ফিচার সহ Realme X7, Realme Narzo 30 ফোনে এল Android 11 নির্ভর realmeUI 2.0 স্টেবেল আপডেট

Avatar

Published on:

গত বছর রিয়েলমি অ্যান্ড্রয়েড ১১ (Android 11) ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ (Realme UI 2.0) কাস্টম স্কিনের ঘোষণা করেছিল। এরপর রিয়েলমির বিভিন্ন স্মার্টফোনে এর আর্লি অ্যাক্সেস রোল আউট হয়। এবার রিয়েলমি ইউআই ২.০-এর স্টেবেল আপডেট প্রাপ্ত ডিভাইসের তালিকায় নাম লেখালো Realme X7 ও Realme Narzo 30। এই দু’টি ফোনেই এখন রিয়েলমি ইউআই ২.০ (অ্যান্ড্রয়েড ১১)-এর স্টেবেল আপডেট রোল আউট করছে রিয়েলমি।

Realme X7 পাচ্ছে Realme UI 2.0 স্টেবেল আপডেট

গত ফেব্রুয়ারিতে Realme V15 5G-এর রিব্রান্ডেড ভার্সন হিসেবে ভারতে Realme X7 পা রেখেছিল। এ বছর লঞ্চ হওয়া সত্বেও, ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই স্কিনের সাথে এসেছিল। মাস ছয়েক পর এবার রিয়েলমি এক্স৭ ম্যাক্স ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০-এর স্টেবেল আপডেট পেতে শুরু করল। RMX3092_11.C.05 বিল্ড নম্বর সহ এটি রোলআউট হয়েছে।

উল্লেখ্য, Realme X7-এর RMX2176PU_11.A.14, RMX2176PU_11.A.16, RMX2176PU_11.A.17, RMX2176PU_11.A.18, বা RMX2176PU_11.A.20 ফার্মওয়্যার ভার্সন ব্যবহারকারীদের জন্য এটি একমাত্র উপলব্ধ।

Realme Narzo 30 ফোনে আসছে Realme UI 2.0 স্টেবেল আপডেট

RMX2117_11.C.03 বিল্ড নম্বর সহ রিয়েলমি ইউআই ২.০ (অ্যান্ড্রয়েড ১১)-এর স্টেবেল আপডেট পেতে চলেছে রিয়েলমি নারজো ৩০ ফোনটি।

নতুন এই আপডেট ফোনে এনহ্যান্সড ডার্ক মোড, নতুন অ্যাপ ড্রয়ার, সিস্টেম ক্লোনার, কুইক রিটার্ন বাবল, থার্ড-পার্টি আইকন সাপোর্ট, রিডিজাইন নোটিফিকেশন প্যানেল, উন্নত গেম স্পেস, অলওয়েজ অন-ডিসপ্লের মতো ফিচার যোগ করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥