Redmi Note 10 Ultra 5G মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ প্রসেসর ও অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হবে

Avatar

Updated on:

Xiaomi আগামী ২৬ মে চীনে Redmi Note 10 5G সিরিজ লঞ্চ করবে বলে ঘোষণা করছে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল যে, চীনে Redmi Note 10 5G লাইনআপে তিনটি হ্যান্ডসেট থাকবে — Redmi Note 10 5G, Redmi Note 10 Pro 5G, ও Redmi Note 10 Pro+ 5G। কিন্তু, নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, Pro+ নামের পরিবর্তে, Redmi Note 10 5G সিরিজের হাই-এন্ড ভ্যারিয়েন্ট Ultra নামে বাজারে আসবে। যার অর্থ দাঁড়ালো, Redmi Note 10 Pro+ 5G নামে পূর্বে অভিহিত ডিভাইসটি Redmi Note 10 Ultra 5G নামে Xiaomi লঞ্চ করতে চলেছে। অফিসিয়াল নামের পাশাপাশি Redmi Note 10 Ultra 5G-এর স্পেসিফিকেশন ও দাম এখন সামনে এসেছে।

Redmi Note 10 Ultra 5G: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ফাঁস হওয়া ছবি অনুযায়ী, রেডমি নোট ১০ আল্ট্রা ৫জি স্মার্টফোনে ৬.৫৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। লিস্টিংয়ে স্ক্রিন রেজোলিউশন বা রিফ্রেশ রেট উল্লেখ ছিল না। তবে, এটি ফুল-এইচডি+ রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আমরা আশা করছি।

রেডমি নোট ১০ আল্ট্রা ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ চিপসেট সহ আসবে। উল্লেখ্য, রেডমি মিডিয়াটেকের এই চিপসেট প্রথমবার ব্যবহার করবে। ডিভাইসটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ও ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।

Redmi Note 10 Ultra 5G-এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম হবে ১,৭৯৯ ইউয়ান (২০,৪৮০ টাকা)। বাকি দুই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অবশ্য জানা যায়নি। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকছে। এটি ৩৩ ওয়াট র‌্যাপিড চার্জিং সাপোর্ট করবে।

ছবিতে মান্দারিন ভাষার লেখাগুলি ইঙ্গিত দিচ্ছে, Redmi Note 10 Ultra 5G সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লিনিয়ার মোটর, ইনফ্রারেড ব্লাস্টার সহ আসবে। আবার শাওমি Redmi Note 10 5G সিরিজের অফিসিয়াল পোস্টার শেয়ার করেছে। সেখানে ফ্যান্টম ব্লু এডিশনে একটি স্মার্টফোনকে দেখানো হয়েছে। এটি যে Redmi Note 10 Ultra 5G, সেই নিয়ে কোনও দ্বিমত নেই। উল্লেখযোগ্য বিষয় হল ফোনটির রিয়ার প্যানেলের সাথে Xiaomi Mi 11 5G Signature Edition-এর বেশ মিল রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥