Redmi Note 11 Pro 4G ও Pro 5G বিশ্ব বাজারে আসছে, রেন্ডার ও স্পেসিফিকেশন ফাঁস হল

Avatar

Published on:

Redmi Note 11 সিরিজ চীনের পর এবার বিশ্ববাজারে পা রাখছে৷ ২৬ তারিখ একটি গ্লোবাল লঞ্চ ইভেন্টে ফোনগুলির ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে৷ তবে উল্লেখযোগ্য বিষয় হল, Redmi Note 11 লাইনআপের গ্লোবাল ভ্যারিয়েন্ট গত বছরের অক্টোবরে লঞ্চ হওয়া Redmi Note 11, Note 11 Pro, এবং Note 11 Pro+ এর চেয়ে আলাদা হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে৷ এবার Redmi Note 11 Pro এর 4G এবং 5G ভ্যারিয়েন্টের অফিসিয়াল রেন্ডার সামনে এসেছে৷

Redmi Note 11 Pro, Note 11 Pro 5G renders

ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, রেডমি নোট ১১ প্রো-র চীনা ভ্যারিয়েন্টের ডিজাইনের সঙ্গে গ্লোবাল ভার্সনের কিছুটা মিল থাকবে৷ নোট ১১ প্রো ৪জি ও ৫জি-এর সামনে পাঞ্চ হোল (সেন্টার) ডিসপ্লে ও ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ-সহ কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে দেখা যাবে৷ প্রাইমারি ক্যামেরাটি হবে ১০৮ মেগাপিক্সেলের৷

রেডমি নোট ১১ প্রো লাইনআপ ফ্ল্যাট-এজ ডিজাইনের সঙ্গে আসবে৷ ডিভাইসটির উপরের প্রান্তে মাইক্রোফোন, আইআর ব্লাস্টার, স্পিকার গ্রিল, এবং ৩.৫ মিমি অডিও জ্যাক এবং নীচের প্রান্তে মাইক্রোফোন, ইউএসবি-সি পোর্ট, এবং আরেকটি স্পিকার গ্রিল থাকবে৷ মাইস্মার্টপ্রাইসের মতে, Redmi Note 11 Pro, Note 11 Pro 5G গ্রাফাইট গ্রে, পোলার হোয়াইট, এবং ডায়মন্ড ড্যাজেল কালার অপশনে আসতে পারে৷

Redmi Note 11 Pro, Note 11 Pro 5G Specifications (unofficial)

রেডমি নোট ১১ প্রো ৪জি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসরে রান করবে৷ অন্য দিকে স্মার্টফোনটির ৫জি ভার্সনে একটি অজানা কোয়ালকম চিপসেট দ্বারা পরিচালিত হবে৷ দুটি মডেলেই ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷ ফোনগুলো এলসিডি নাকি অ্যামোলেড স্ক্রিনের সঙ্গে আসবে, তা স্পষ্ট নয়৷

এছাড়া টেক ইনসাইডারের শেয়ার করা পোস্টার থেকে জানা গিয়েছে, রেডমি নোট ১১ প্রো লাইনআপ গ্লোবাল মার্কেটে ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আত্মপ্রকাশ করবে৷ আবার এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷

সঙ্গে থাকুন ➥