ভারতে এবার ওপেন সেলে পাওয়া যাবে Redmi Note 9 Pro

Avatar

Updated on:

ভারতে এবার থেকে ওপেন সেলে পাওয়া যাবে Redmi Note 9 Pro। Amazon ও Mi.Com থেকে এই ফোনটি এখন যখন ইচ্ছা কিনতে পারবেন। গত মার্চে রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এর সাথে এই ফোনটিকে ভারতে আনা হয়। এরপর দুটি ফোনই ভারতে ফ্ল্যাশ সেলে উপলব্ধ ছিল। তবে কয়েক সপ্তাহ আগে Redmi ঘোষণা করে Note 9 Pro Max এবার থেকে ওপেন সেলে পাওয়া যাবে। আজ Note 9 Pro কেও ওপেন সেলের জন্য উপলব্ধ করা হল। জানিয়ে

Redmi Note 9 Pro দাম

ভারতে রেডমি নোট ৯ প্রো এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১৩,৯৯৯ টাকা। আবার ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৫,৯৯৯ টাকা ও ১৬,৯৯৯ টাকা। ফোনটি এখনও ফ্ল্যাশ সেলে বিক্রি হচ্ছে। ফোনটি ভারতে চারটি কালারে পাওয়া যাবে- শ্যাম্পেন গোল্ড, গ্লেসিয়ার হোয়াইট, অররা ব্লু, ইন্টারস্টেলার ব্ল্যাক।

Redmi Note 9 Pro স্পেসিফিকেশনফিচার :

এই ফোনে ৬.৬৭ ইঞ্চি সিনেম্যাটিক ডিসপ্লে দেওয়া হয়েছে, যার আসপেক্ট রেশিও ২০:৯। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরের সাথে এসেছে। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে জেড-অ্যাক্সিস ভাইব্রেশন মটর। গেমারদের জন্য এই ফোনে পাবেন স্ন্যাপড্রাগন এলিট গেমিং ফিচার। এছাড়াও রেডমি নোট ৯ প্রো ফোনে ২ x ২ মিমো ওয়াই-ফাই ফিচার ও NavIC সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে। যার প্রধান সেন্সর ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও দ্বিতীয় ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা, তৃতীয় ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং চতুর্থ ক্যামেরাটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার এই ফোনে ১৬ মেগাপিক্সেল ইন ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ক্যামেরায় সুপার স্টেবিলাইজেশন ও প্রো ভিডিও মোড ফিচার উপলব্ধ। এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৫০২০ এমএএইচ ব্যাটারি পাবেন।

সঙ্গে থাকুন ➥