Samsung নিয়ে এল 2000mAh ব্যাটারির দুর্দান্ত পাওয়ার ব্যাঙ্ক, এক সাথে তিনটি ডিভাইস করতে পারবে চার্জ

Avatar

Published on:

Samsung 20000mAh Power Bank Charge 3 Devices

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের জন্য মাল্টি টাস্কার হয়ে উঠেছে। অর্থাৎ এখন মানুষ স্মার্টফোনের মাধ্যমে অফিসের কাজ, বিনোদন, যোগাযোগ, ভ্রমণ, সোশ্যাল মিডিয়া, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির মতো একাধিক কাজ করে থাকে। যার ফলে দ্রুত কমে যায় স্মার্টফোনের চার্জ। এদিকে আবার একাধিক কাজ করার ফলে চার্জ শেষ হলেও কোনো কোনো ব্যবহারকারীর কাছে স্মার্টফোনে চার্জ দেওয়ার মতো পর্যাপ্ত সময় থাকে না। সেক্ষেত্রে এই সমস্যার সমাধান হিসেবে পাওয়ার ব্যাঙ্ক সেই সকল মানুষের জন্য বিশেষ উপকারী প্রমাণিত হতে পারে। আর এই প্রতিবেদনে আজ Samsung-এর নতুন 20,000mAh Power Bank সম্পর্কে জানাবো, যার দাম 4000 টাকারও কম।

Samsung-এর এই পাওয়ার ব্যাঙ্কটি কোরিয়াতে লঞ্চ হওয়ার পর, সংস্থাটি এখন একে চীনের বাজারেও উপলব্ধ করেছে। চীনের JD.com-এর মতো প্রধান ই-কমার্স প্ল্যাটফর্মে প্রি-বুকিং-এর জন্য এটি উপলব্ধ। আর বেজ রঙের এই পাওয়ার ব্যাঙ্কটির দাম রাখা হয়েছে 299 ইউয়ান অর্থাৎ প্রায় 3500 টাকা।

Samsung 20,000mAh Power Bank এর ফিচার

  • স্যামসাং-এর 20,000 এমএএইচ পাওয়ার ব্যাঙ্কে আছে ট্রিপল ইউএসবি-সি পোর্ট, যা ব্যবহারকারীদের একই সাথে তিনটি ডিভাইস চার্জ করার অনুমতি দেয়। এছাড়াও, যেকোনো ডিভাইস চার্জ করার জন্য এটি 45 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে।
  • কম্প্যাটিবল ডিভাইসগুলি দ্রুত চার্জ করার জন্য পাওয়ার ব্যাঙ্কে PS3.0 (পাওয়ার ডেলিভারি) এবং PPS সাপোর্ট করে।
  • এই পাওয়ার ব্যাঙ্কটিকে 45 ওয়াট ফাস্ট চার্জিং-এর মাধ্যমে দ্রুত চার্জ করা সম্ভব। আর এর ডাইমেনশন হলো 152×76×25.5 মিমি এবং এর ওজন 402 গ্রাম।
  • এতে সুপারফাস্ট চার্জিং 2.0 সাপোর্ট করে। আর এটি এমন একটি প্রযুক্তি, যা পাওয়ার ব্যাঙ্ক সহ কম্প্যাটিবল স্যামসাং ডিভাইস এবং থার্ড পার্টি ডিভাইসগুলি দ্রুত চার্জ করতে সক্ষম।

কি দিয়ে তৈরি এই পাওয়ার ব্যাঙ্ক ?

স্যামসাং জানিয়েছে যে, এই পাওয়ার ব্যাঙ্কটি ইউএল সার্টিফায়েড পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দ্বারা তৈরি। যা কার্বন নিঃসরণ কমাতে এবং মূল্যবান সম্পদ রক্ষা করতে সাহায্য করে। পাওয়ার ব্যাঙ্কের বাহ্যিক অংশটি 5.9 পুনর্ব্যবহারযোগ্য উপাদান দ্বারা তৈরি।

এই পাওয়ার ব্যাঙ্কটি কোন কোন ডিভাইস চার্জ করতে সক্ষম?

এই পাওয়ার ব্যাঙ্কটি Samsung Galaxy স্মার্টফোন এবং ট্যাবলেটের পাশাপাশি ইউএসবি চার্জিং সাপোর্ট করে এমন ডিভাইস চার্জ করতে সক্ষম।

আর এটি Galaxy Note 10 Plus, Galaxy S20 Ultra, Galaxy S22 সিরিজ, Galaxy S23 সিরিজ, Galaxy S24 সিরিজ এবং Galaxy Tab S7-এর মতো ডিভাইসগুলির জন্য সুপার ফাস্ট 2.0 চার্জিং সাপোর্ট প্রদান করে।

সঙ্গে থাকুন ➥