Samsung Galaxy F42 5G আজ সস্তায় ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার দেখে নিন

Avatar

Published on:

Samsung Galaxy F42 5G আজ ভারতে লঞ্চ হতে চলেছে। দুপুর ১২ টায় এই ফোনটি ভারতে পা রাখবে। ই-কমার্স সাইট Flipkart ও সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে ফোনটি পাওয়া যাবে। ভারতে Samsung Galaxy F42 5G এর দাম ২০,০০০ টাকা থেকে শুরু হতে পারে। ইতিমধ্যেই ফোনটির বিশেষ বিশেষ ফিচার ফিচার সামনে এনেছে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি। এই ফোনে ১২টি 5G ব্যান্ড সাপোর্ট করবে, যা দুর্দান্ত নেটওয়ার্ক কভারেজ দেবে। আবার এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেখা যাবে।

Samsung Galaxy F42 5G ভারতে দাম (সম্ভাব্য)

গতকাল স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনের দাম ফাঁস হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, এই ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি থাকবে ২০,৯৯৯ টাকা। অন্যদিকে, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি রাখা হতে পারে ২২,৯৯৯ টাকা। অর্থাৎ ফোনটির দুটি ভ্যারিয়েন্ট আরও কম দামে কেনা যেতে পারে।

Samsung Galaxy F42 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাং নিশ্চিত করেছে, গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনে নাইট মোড সহ ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। আবার এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ইনফিনিটি ভি ডিসপ্লে পাওয়া যাবে। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনে ১২টি ৫জি ব্যান্ড সাপোর্ট করবে। এই ব্যান্ডগুলি হল- N1 (2100), N3 (1800), N5 (850), N7 (2600), N8 (900), N20 (800), N28 (700), N66 (AWS-3), N38 (2600), N40 (2300), N41 (2500) এবং N78 (3500)।

গিকবেঞ্চ ও অন্যান্য সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, Samsung Galaxy F42 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এতে, ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যেতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ কাস্টম স্কিনে রান করবে। সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥