Samsung Galaxy F52 5G ৮ জিবি র‌্যাম ও কোয়াড ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে

Avatar

Published on:

Samsung Galaxy F52 5G শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। গত সপ্তাহে এই ফোনটিকে চীনের 3C সার্টিফিকেশন সাইটে SM-E5260 মডেল নম্বর সহ দেখা যায়। এরপর কয়েকদিন আগেই ফোনটি ব্লুটুথ সার্টিফিকেশনও (Bluetooth SIG) লাভ করেছে। এবার স্যামসাং গ্যালাক্সি এফ৫২ ৫জি চীনের TENAA সার্টিফিকেশনের ছাড়পত্র পেল। এখান থেকে ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন সামনে এসেছে।

TENAA লিস্টিং অনুযায়ী, Samsung Galaxy F52 5G ফোনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ১৬৪.৬৩ x ৭৬.৩ x ৮.৯ মিমি। ফোনটির ওজন ১৯৯ গ্রাম। এই ফোনে থাকবে ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ১০৮০ x ২৪০৮। এতে TFT স্ক্রিন ব্যবহার করা হতে পারে। আবার ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল, যার কাট আউট ডিসপ্লের উপরিভাগে ডান দিকে থাকবে।

এছাড়া জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এফ৫২ ৫জি ফোনটি ২.৪০ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর সহ চলবে। আবার ফোনটি ৮ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে। সাথে থাকবে ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। ফোনটি ৪,৩৫০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এর সাথে ২৫ ওয়াট র‌্যাপিড চার্জিং সাপোর্ট থাকবে।

আবার ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F52 5G এর সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পিছনে পাওয়া যাবে এলইডি ফ্ল্যাশ সহ চারটি ক্যামেরা সেন্সর। এর প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে থাকবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ইউএসবি টাইপ সি পোর্ট, ব্লুটুথ ৫.১ ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥