ফের দাম কমলো Samsung Galaxy S20 FE এর, এখন পাবেন এত কমে

Avatar

Published on:

Samsung গত বছর Galaxy S20 সিরিজের ফ্যান এডিশন, Galaxy S20 FE লঞ্চ করেছিল। এই ফোনটি Snapdragon 865 প্রসেসরের সাথে এসেছিল, ভারতে যার দাম রাখা হয়েছিল 49,999 টাকা। তবে কয়েকমাস আগে ফোনটির দাম 9 হাজার টাকা কমানো হয়। এখন দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি ফের Samsung Galaxy S20 FE এর দামে কাটছাঁট করলো। এই ফোনটি এখন আরও 3,000 টাকা সস্তায় পাওয়া যাবে।

Samsung Galaxy S20 FE এর নতুন দাম

ভারতে Galaxy S20 FE এখন 37,999 টাকায় পাওয়া যাবে। এই মূল্য ফোনটির 8GB র‌্যাম ও 128GB স্টোরেজের। নতুন দামে ফোনটি আজ থেকেই Samsung Online Store এর মাধ্যমে কেনা যাবে। ফোনটি পাঁচটি কালারে উপলব্ধ- ক্লাউড হোয়াইট, ক্লাউড নেভি, ক্লাউড রেড, ক্লাউড ল্যাভেন্ডার ও ক্লাউড মিন্ট।

Samsung Galaxy S20 FE এর স্পেসিফিকেশন

Samsung Galaxy S20 FE ফোনে আছে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল এচডি+ (1080×2400) ইনফিনিটি O ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। এই ফোনে Snapdragon 865 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি 8GB র‌্যাম 128GB স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ 1TB পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S20 FE, 4,500mAh ব্যাটারি পেয়েছে, এবং এতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি Android 10 বেসড OneUI কাস্টম ওএস-এ চলে।

আবার ডিভাইসটি IP68 রেটিং প্রাপ্ত হওয়ায় জল ও ধুলো প্রতিরোধ করতে পারে। এতে AKG দ্বারা টিউন করা স্টেরিও স্পিকার আছে। ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যেগুলি হল 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + 3X জুম সাপোর্ট সহ 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥