এবছর আসছে না Samsung Galaxy Tab S8 সিরিজ, জানুন লঞ্চের সময়

Published on:

মে মাসের শেষান্তে দক্ষিণ কোরিয়ার এক ওয়েবসাইট কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন দেখে অনেকরই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয়েছিল। Samsung-এর আসন্ন Galaxy Tab S8 সিরিজের – Galaxy Tab S8, Galaxy Tab S8+, ও Galaxy Tab S8 Ultra মডেলের ট্যাবলেটের প্রচুর স্পেসিফিকেশন তারা প্রকাশ করেছিল। তবে কবে নাগাদ লঞ্চ হতে পারে, পাবলিকেশনটি অবশ্য সেটা সঠিকভাবে বলতে পারেনি। এক মাস কেটে যাওয়ার পর, একজন টিপস্টার সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে করলেন। Galaxy Tab S8 সিরিজের প্রিমিয়াম ট্যাবলেটগুলি কবে বাজারে পা রাখবে, ওই টিপস্টার তা লিক করেছেন।

Samsung Galaxy Tab S8 এ বছর লঞ্চ হবে না

স্যামমোবাইলের রিপোর্ট অনুযায়ী, yeux1122 ইউজারনামের ওই টিপস্টারে জানিয়েছেন, Samsung চলতি বছরে Galaxy Tab S8 সিরিজ লঞ্চ করবে না। পরিবর্তে, তারা আগামী বছরের প্রথমদিকে প্রিমিয়াম ট্যাবগুলি বাজারে আনবে। Galaxy Tab S8 সিরিজের ডিভাইসগুলির স্পেফিসিকেশন এ বার দেখে নেওয়া যাক।

Galaxy Tab S8 স্পেসিফিকেশন

গ্যালাক্সি ট্যাব এস৮, ১১ ইঞ্চি এলটিপিএস টিএফটি ১২০ হার্টজ ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮,০০০ এমএএইচ ব্যাটারি, ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসবে। ট্যাবটি ৫.৭ মিমি সরু এবং ওজনে ৫৭৫ গ্রাম।

Galaxy Tab S8+ স্পেসিফিকেশন

গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ১২.৪ ইঞ্চির ওলেড স্ক্রিন, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১০,০৯০ এমএএইচ মহা শক্তিশালী ব্যাটারি, ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসবে। ট্যাবটি ৫.৭ মিমি সরু এবং ওজনে ৫৭৫ গ্রাম।

Galaxy Tab S8 Ultra স্পেসিফিকেশন

গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রাতে থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ১৪.৬ ইঞ্চির বিশাল বড় ওলেড স্ক্রিন, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৮+৫ মেগাপিক্সেল ডুয়েল ফ্রন্ট ক্যামেরা, ১২,০০০ এমএএইচ মহা শক্তিশালী ব্যাটারি, ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ট্যাবটি মাত্র ৫.৫ মিমি সরু হবে, এর ওজন ৬৫০ গ্রাম।

আবার গ্যালাক্সি ট্যাব এস৮, গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস, ও গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রার মধ্যে যে কমন ফিচারগুলি দেখা যাবে সেগুলি হল — ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, কোয়াড স্পিকার, ও স্টাইলাস পেন সাপোর্ট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥